Saturday, November 8, 2025

সমকামী দুই তরুণী বিয়ে করেছেন। তাঁদের বিয়ের স্বীকৃতির আর্জি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। এই আর্জির বিরোধিতা করে যোগী রাজ্যের সরকারের কাউন্সিল বলে, সমলিঙ্গে বিয়ে ভারতীয় সংস্কৃতি বিরোধী। এছাড়া হিন্দু ধর্ম ও ভারতীয় আইনের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়।

যোগী রাজ্য উত্তরপ্রদেশে ২৩ বছর এবং ২২ বছর বয়সী তরুণী বিয়ে করেছেন। ২৩ বছর বয়সী তরুণীর মা অঞ্জু দেবী আদালতে গিয়ে আর্জি জানান, ২২ বছরের ওই তরুণী তাঁর মেয়েকে বেরোতে দিচ্ছেন না। আদালত কোনো পদক্ষেপ নিক। আদালতে (Allahabad High Court) এমনই আর্জি জানান ওই তরুণীর। এরপরই ৬ এপ্রিল এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেয়, ৭ এপ্রিল ওই দুই তরুণীকে আদালতে নিয়ে আসতে হবে।

আরও পড়ুন: ১৫ বছরে অখণ্ড ভারত হবে : আরএসএস প্রধানের কথায় সমালোচনার ঝড়

নিয়ম মেনে ৭ এপ্রিল ওই দুই তরুণী হাজির হন আদালতে। তাঁরা হাজির ছিলেন বিচারপতি শেখর কুমার যাদবের এজলাসে। তরুণীরা জানান, তাঁরা বিয়ে করেছেন। তাঁরা সরকারি স্বীকৃতি চান। তাঁরা বলেন, হিন্দু বিবাহ আইন দু’জন মানুষের বিয়ের কথা বলে এবং সমলিঙ্গে বিয়ে এই আইনের বিরোধিতা করে না। উত্তরপ্রদেশ সরকার আদালতে সওয়াল করে বলে, হিন্দু সংস্কৃতিতে বিয়ে কেবল একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যেই হতে পারে। একই লিঙ্গের দু’জনের মধ্যে কখনও তা হয় না।

এলাবাদ আদালত ওই সমকামী তরুণীদের আর্জি খারিজ করে দেয়। একই সঙ্গে অঞ্জু দেবীর লিখিত আর্জিও খারিজ করে দেয় কোর্ট। এই মামলায় পক্ষ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারকেও। কেন্দ্র  আদালতে বলে, বিবাহ শুধুমাত্র দু’জন মানুষের মিলন নয়, বরং একজন বায়োলজিক্যাল পুরুষ এবং বায়োলজিক্যাল মহিলার তৈরি একটি সম্পর্ক।



Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version