Tuesday, August 26, 2025

বহুলচর্চিত বিয়ে নিয়ে ছিল বাড়াবাড়ি রকমের উন্মাদনা। অনুরাগীদের আশা ছিল রণলিয়াকে ( Ranbir Kapoor Alia Bhatt) রিয়েল লাইফে একসাথে দেখার। সেও সম্পুর্ণ হয়েছে আর তারপরই হুল্লোড়ে মেতেছেন বলিউডের নবদম্পতি(Newly married couple) মিস্টার অ্যান্ড মিসেস কপূর(Mr. & Mrs. Kapoor)। গতকালই অর্থাৎ ১৪ এপ্রিল বিকেলের মধ্যেই শেষ হয়েছে বিয়ে(wedding), সন্ধ্যেবেলা মিডিয়ার সামনে ফটোসেশন  আর রাত বাড়তেই পার্টি অন!

Ranbir-Alia news: এবার কলকাতাতে বিয়ে হল রণবীর আলিয়ার

রণবীর কপূর এবং আলিয়া ভট্ট কপূর( Ranbir Kapoor & Alia Bhatt Kapoor) ! এই দুই নাম নিয়েই জোর চর্চা মুম্বইয়ে। পাঞ্জাবি রীতি এবং কপূরদের পারিবারিক প্রথা মেনে বাড়িতেই ধুমধাম করে বিয়ে। তারপর একে অপরকে আলিঙ্গন, ঠোঁটে ঠোঁট, কেক কাটা আর প্রিয় পানীয়তে চুমুক। এরপরই বদলে গেল দৃশ্য, বিয়ে পরবর্তী সেলিব্রেশনের টুকরো ছবি উঠে এল নেট দুনিয়ায় আর সেখানেই রণলিয়া ধরা দিলেন ফুল অন পার্টি মুডে। রণবীর আলিয়া যেন হয়ে উঠলেন শাহরুখ (Shahrukh Khan) – মালাইকা। ব্যাকগ্রাউন্ডে তেড়েফুঁড়ে বাজছে নব্বইয়ের দশকের হিট গান, ‘ছাঁইয়া ছাঁইয়া’। টুকটুকে লাল অনারকলি কুর্তিতে আলিয়া যেন পাশের বাড়ির মেয়ে। সাদা কুর্তা-পাজামা, লাল জহরকোটে দিব্যি রং-মিলন্তি রণবীরেরও। হাসছেন, জড়িয়ে ধরছেন, তাল মেলাচ্ছেন নাচের ছন্দে। জুটিতে দু‘টিতে পার্টির মধ্যমণি!

অবশ্য এটা নতুন কিছু নয়। সদ্য বিবাহিতদের ঘিরে হইচইয়ে মেতে ওঠার সাক্ষী একসময় ছিলেন ঋষি কপূর ও নীতু সিং দুজনেই। এ বার একই পথে হাঁটলেন ছেলে-বউমা। রাজকীয় বিয়ের আমেজে ঘরোয়া অনুষ্ঠান, বিয়ে মিটেছে বিকেলের মধ্যেই। সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি আইভরি রঙা, জরি বোনা অর্গ্যাঞ্জা শাড়ি, হিরের গয়নার দ্যুতিতে ঝলমলিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মহেশ কন্যা। প্রায় একই রঙের সিল্কের শেরওয়ানি, জরি বোনা শাল, হিরের বোতামে ঠিক তাঁর মানানসই হয়ে উঠেছিলেন বর রণবীরও।তারপর রূপকথার মতো বিয়ে । ছবিতে ‘রণলিয়া’র ঝলমলে মুখ বুঝিয়ে দিয়েছে দুটো শব্দ – ‘ভালোবাসি ভালোবাসি’।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version