Monday, November 10, 2025

৪৮ মহিলা রোগীকে যৌন হেনস্থা, অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক

Date:

৪৮ জন মহিলা রোগীকে (Patients) যৌনহেনস্থা( Sexual Harrasment) করার অভিযোগ উঠল এক নামজাদা ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের( Indian Descent Doctor) বিরুদ্ধে। চিকিৎসকের  নাম কৃষ্ণ সিং। যৌনহেনস্থার ঘটনা ঘটেছে ১৯৮৩ সাল থেকে ২০১৮ সালের মধ্যে। সব কুকীর্তিগুলোই তিনি ঘটিয়েছিলেন তাঁর নিজের চেম্বারেই এবং রোগীর বাড়িতে তাঁকে চিকিৎসা করতে গিয়েও।

মেম্বার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ( এমবিই) সম্মানও পেয়েছেন এই বিখ্যাত চিকিৎসক। স্কটল্যান্ড পুলিশ সূত্রের খবর, মহিলাদের যৌন হেনস্থা করা ৭২ বছরের চিকিৎসক কৃষ্ণা সিং এর দৈনন্দিন স্বভাবে পরিণত হয়েছিল। এই ঘটনার বেশিরভাগটাই ঘটেছে নর্থ লার্নাকশায়ারে তাঁর নিজের চেম্বারে।স্কটল্যান্ড  সংবাদমাধ্যম জানাচ্ছে, ১৯৮৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত কৃষ্ণ সিং ল্যাঙ্কশায়ারেই প্রাইভেট প্র্যাকটিস করতেন।  তাছাড়া হাসপাতালের একটি এমার্জেন্সি দফতরের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

চিকিৎসার নামে মহিলা রোগীদের শরীরের বিভিন্ন অঙ্গ- প্রত্যঙ্গ স্পর্শ করা , রোগীকে চুম্বন এবং রোগীদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্যও করতেন তিনি।শুধু হাসপাতাল নয় রোগীর বাড়ি গিয়েও এই ধরনের অশালীন আচরণ করতেন  চিকিৎসক।

তাঁর বিরুদ্ধে এই যৌন হেনস্থার মামলা গ্লাসগো হাইকোর্টে পৌঁছয়। অভিযোগকারিণীদের তরফের সরকারি কৌসুলি অ্যাঞ্জেলা গ্রে  আদালতকে বলেন, প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে তিনি মহিলাদের যৌন হেনস্থা করতেন। যদি চিকিৎসকের দাবী এইসব মহিলারা মিথ্যে কথা বলছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আরোপ করা হয়েছে। তিনি এও বলেন, তিনি ভারতে চিকিৎসার প্রশিক্ষণ নিয়েছেন তখন তাকে যেভাবে রোগীকে পরীক্ষা করা সেখানো হয়েছিল সেই পদ্ধতির প্রয়োগ করেই চিকিৎসা করতেন রোগীদের।

২০১৮ সালে এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। প্রায় ৫৪ টি চার্জশিট দাখিল করা হয়েছে তাঁর বিরুদ্ধে যার মধ্যে ন’টি অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। দুটিতে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।

 

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...
Exit mobile version