Thursday, August 28, 2025

আসানসোলে প্রায় ২.৫ লাখ ভোট বাড়িয়ে রেকর্ড তৃণমূলের, বালিগঞ্জে জামানত জব্দ বিজেপির

Date:

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় তো বটেই রেকর্ড গড়ল তৃণমূল। ২০১৯ সালে এই কেন্দ্রে ২ লক্ষের বেশি ভোটে পরাজয় দেখতে হয়েছিল ঘাসফুল শিবিরকে। অথচ মাত্র দু’বছর পর সেখানেই প্রায় আড়াই লক্ষ ভোট বাড়ল তৃণমূলের। পাশাপাশি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপির অগ্নিমিত্রা পলকে ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে দিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। শুধু তাই নয় লজ্জা আরো বাকি ছিল বঙ্গ বিজেপির জন্য। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃতীয় স্থানে নেমে জামানত বাজেয়াপ্ত হল গেরুয়া শিবিরের।

নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ২০১৯ লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৪,৩৫,৭৪১টি। এখানে তৎকালীন সময়ে জয়ী প্রার্থী বিজেপির প্রাপ্ত ভোট ছিল, ৬,৩৩,৩৭৮। তবে মাত্র দু’বছরে এই ফলাফল কার্যত উল্টে গেল আসানসোলে। রিপোর্ট বলছে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার প্রাপ্ত ভোট ৬,৫৬,৩৫৮। নিকটবর্তী প্রতিদ্বন্দী বিজেপির অগ্নিমিত্রা পলকে তিনি হারিয়েছেন ৩,০০,৫৪৩ ভোটে। অগ্নিমিত্রার প্রাপ্ত ভোট মাত্র ৩,৫৩,১৪৯। শতাংশের হিসেবে এই কেন্দ্রে তৃণমূল পেয়েছে ৫৬.৬২ শতাংশ ভোট। এবং বিজেপি পেয়েছে মাত্র ৩০.৪৬ শতাংশ ভোট।

আরও পড়ুন:মিশন ২৪: প্রশান্ত কিশোরকে কংগ্রেসে যোগ দেওয়ার আবেদন হাত শিবিরের

অন্যদিকে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ২০,২২৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। তার প্রাপ্ত ভোট ৫১,১৯৯ টি। এই কেন্দ্রে বড়সড় চমক দিয়েছে সিপিএম। দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। তবে লজ্জার বিষয় হল বালিগঞ্জ কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপি ও কংগ্রেসের। ভোটের ফলাফলে দেখা গিয়েছে বালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন মাত্র ১৩,১৭৪ ভোট। জমানত বাঁচাতে গেলে কেয়াকে পেতে হতো ১৭,১৭২। অন্যদিকে, কংগ্রেসের কামরুজ্জাম চৌধুরী পেয়েছেন ৫,১৯৫ ভোট। দু’জনরেই জামানত জব্দ হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এই কেন্দ্রে সিপিএমের সায়রা শাহ হালিম পেয়েছেন ৩০,৮১৮ ভোট। গতবারের থেকে এবার সিপিএমের ভোট বেড়েছে ৩০ শতাংশের বেশি।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version