টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly)। রাজ পত্নী মন দিয়ে সংসার করছেন। ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই চর্চায় থাকেন নায়িকা। এবার কানাঘুষো শোনা যাচ্ছে তিনি ক্যান্টিন খুলতে চলেছেন! কি অবাক হচ্ছেন? চমকে যাবেন না আমরা কথা বলছি শুভশ্রীর পরবর্তী ছবির বিষয়ে।
ছবিতে শুভশ্রী থাকছেন মূল চরিত্রে।তাঁর স্বামীর চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় স্বয়ং থাকবেন, শাশুড়ির চরিত্রে অভিনয় করবেন অনুসূয়া মজুমদার। এছাড়াও এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন সোহম চক্রবর্তী(Soham Chakraborty)। বৌদি ক্যান্টিন-এর গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও অরিত্র সেন। কিছু দৃশ্য কলকাতায় আর কিছু শুটিং হবে লন্ডনে। মে মাসের মাঝামাঝি থেকেই ছবির কাজ শুরু হবে বলেই মনে করা হচ্ছে।
