Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শনিবার দিল্লি ক্যাপিটালসকে ১৬ রানে হারিয়ে দিল তারা। ব্যাট হাতে ব্যর্থ হলেও এক হাতে দুরন্ত ক্যাচ নিয়ে মাতিয়ে দিলেন বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে ১৮৯ রান করে আরসিবি। জবাবে১৭৩ শেষ হয়ে যায় দিল্লি।

২) এক ম্যাচেই সব সমালোচনার জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার রাতে নরউইচ সিটির বিরুদ্ধে হ্যাটট্রিক করে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডকে জেতালেন তিনি। ইপিএলে পয়েন্ট তালিকাতে সাত থেকে পাঁচে উঠে এল ম্যানইউ। ম‍্যাচের ফলাফল ৩-২।

৩) রাজনীতির বাইশ গজে অভিষেকেই নজর কাড়লেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। রাজ্যসভার সাংসদ হিসেবে প্রাপ্য বেতনের পুরোটাই তিনি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের কন্যা সন্তানদের শিক্ষার জন্য। এমনটাই জানালেন ভাজ্জু।

৪) শ্রীলঙ্কায় অনিশ্চিত এশিয়া কাপ। আইপিএল ফাইনালের দিনই ঠিক হবে এশিয়া কাপের ভাগ‍্য। এক সংবাদ সংস্থাকে এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। ২৭ আগস্ট থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা এশিয়া কাপ।

৫) চলতি আইপিএলে হার অব‍্যাহত মুম্বই ইন্ডিয়ান্সের। শনিবার লখনউ সুপার জায়ান্টসের কাছে ১৮ রানে হারল পাঁচ বারের চ‍্যাম্পিয়নরা। এই হারের ফলে লিগ টেবিলে দশম স্থানে রোহিত শর্মার দল।

৬) জয় দিয়ে সন্তোষ ট্রফির  অভিযান শুরু করল বাংলা। সন্তোষ ট্রফির প্রথম ম‍্যাচে শক্তিশালী পাঞ্জাবকে হারাল ১-০ গোলে। বাংলার হয়ে একমাত্র গোলটি করেন শুভম ভৌমিক।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ