Thursday, May 15, 2025

এসপি এবং ডিআইজি র‍্যাঙ্কের অফিসারদের এবার কেন্দ্রীয় ডেপুটেশন বাধ্যতামূলক হচ্ছে

Date:

নবনীতা মন্ডল, নয়াদিল্লি :

এসপি এবং ডিআইজি পদমর্যাদার অফিসারদের ক্ষেত্রে এবার কেন্দ্রীয় ডেপুটেশনে থাকা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমপ্যানেলমেন্ট পদ্ধতি বাতিল করে দেওয়ার পর কেন্দ্রীয় সরকারের আরো এক নতুন সিদ্ধান্ত । সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রস্তাব, কোনও আইপিএস অফিসার এসপি বা ডিআইজি র‍্যাঙ্কে যদি কেন্দ্রীয় সরকারি ডেপুটেশনে না আসেন, তাহলে বাকি কর্মজীবনে তাঁকে আর কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির সুযোগ দেওয়া হবে না। আর ইতিমধ্যেই এই মর্মে প্রস্তাবও পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে।

ক্যাডার বিধি পরিবর্তন করে আইএএস এবং আইপিএস অফিসারদের বদলির ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক এর পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে রাজ্যের মতামতকে কার্যত উপেক্ষা করা হয়েছে।পরিবর্তিত ক্যাডার বিধিতে আইএএস দের পাশাপাশি আইপিএসদেরও নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় মোদি সরকার বলেই মনে করা হচ্ছে। নতুন যে প্রস্তাব পাঠানো হয়েছে, সেখানেও রাজ্যের মতামত গুরুত্ব পাবে না বলেই আশঙ্কা করছে বিরোধী শিবির। যদিও,কেন্দ্রীয় সরকারের পক্ষে দাবি করা হয়েছে, শূন্যপদগুলি পূরণের জন্যই এই সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় সশ্বস্ত্র পুলিশ বাহিনী এবং নানান বাহিনীতে এসপি এবং ডিআইজি রাঙ্কে প্রায় ৫০ শতাংশ শূন্যপদ পড়ে রয়েছে। আর সেগুলি দ্রুত পূরণ করতেই এই প্রস্তাব কার্যকর করতে চায় মোদি সরকার। প্রসঙ্গত , বর্তমান বিধি অনুযায়ী, আইজি পদ মর্যাদা পর্যন্ত অন্তত তিন বছর কেন্দ্রীয় ডেপুটেশনে না থাকলে তাঁকে কেন্দ্রীয় সরকারে বদলির জন্য এমপ্যানেল করা হয় না।

যে পরিমাণে শূন্যপদ রাজ্যগুলিতে পড়ে রয়েছে তাতে, এসপি এবং ডিআইজি ব্যাংকের অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো রাজ্যগুলির পক্ষে সম্ভব নয় । তবে আইজি পদটি তুলনায় কম থাকায় সেই পর্যায়ে ছেড়ে দেয় রাজ্যগুলি। জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সময়ে,খরচ কমাতে প্রতিটি ব্যাচে আইপিএসের সংখ্যা ৮০-৯০ থেকে কমিয়ে ৩৫-৪০ করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারি সূত্রের দাবি, গড়ে প্রতিটি ব্যাচে এখন আইপিএসের সংখ্যা ৩৬, যেখানে প্রতি বছর অবসর নেন গড়ে ৮৫ জন আইপিএস অফিসার।

Related articles

স্বস্তি আরসিবি শিবিরে, আইপিএলে আসছেন দশ হেজেলউড

অবশেষে স্বস্তি। জশ হেজেলউড(Josh Hazlewood) যোগ দিচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে(RCB)। যদিও কবে তিনি যোগ দেবেন তা নিয়ে এখনও...

কর্নেল কুরেশিকে নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য, বিজেপি মন্ত্রীকে সুপ্রিম-ভর্ৎসনা

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশিকে (Sophia Qureshi) নিয়ে বিজেপি মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ধর্মান্ধ মন্তব্যের পড়া সমালোচনা করলেন...

কাশ্মীরে ফের উত্তেজনা, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ৩ জইশ জঙ্গি

ভূস্বর্গে ফের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ। ভারতীয় সেনার (Indian Army) গুলিতে ত্রালে ৩ জইশ-ই-মহম্মদের জঙ্গির মৃত্যুর খবর মিলেছে।...

রাবাডার আসা নিয়ে স্বস্তি, সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকার

বিসিসিআইয়ের(BCCI) চাপে সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকা(South Africa) ক্রিকেট বোর্ডের! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে হঠাত্ই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে...
Exit mobile version