Wednesday, November 5, 2025

ভারত পাক সুস্থ সম্পর্কের ইচ্ছে প্রকাশ করলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ(Shehbaz Sharif)। ভারতের (India)সাথে “শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক” সম্পর্ক চেয়ে,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখেছেন  বলেই সূত্রের খবর।  চিঠিতে শরীফ আরও বলেছেন যে পাকিস্তান(Pakistan) “আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার” প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরীফ(Shahbaz Sharif)-এর সঙ্গে টুইটারে বার্তা বিনিময়ের পরপরই প্রধানমন্ত্রী মোদি কয়েকদিন আগে চিঠি লিখেছিলেন তাঁকে । তার চিঠিতে মোদি “গঠনমূলক তৎপরতার” আহ্বান জানিয়েছিলেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা সন্ত্রাসী হামলার পরে বালাকোট বিমান হামলা এবং সেই বছরের আগস্টে ৩৭০ ধারার অধীনে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে দুই দেশের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। দুই দেশ হাইকমিশনে কর্মী সংখ্যা কমিয়েছে এবং একে অপরের রাজধানীতে কোনো পূর্ণকালীন হাইকমিশনার নেই। ১১ এপ্রিল, শেহবাজ শরীফ কাশ্মীর সমস্যা মোকাবেলায় নরেন্দ্র মোদিকে এগিয়ে আসতে বলেন যাতে দুই দেশ দারিদ্র্য এবং বেকারত্ব মোকাবেলায় মনোনিবেশ করতে পারে। এর কয়েকঘন্টা পরেই মোদি টুইট বার্তায় তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছিলেন এবং বলেছিলেন যে ভারত এই অঞ্চলে সন্ত্রাস মুক্ত শান্তি ও স্থিতিশীলতা চায় । এর প্রতিক্রিয়ায়, শেহবাজ টুইট করেছিলেন “পাকিস্তান ভারতের সাথে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায়।জম্মু ও কাশ্মীর সহ অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের আত্মত্যাগ সর্বজনবিদিত। আসুন শান্তি সুরক্ষিত করি এবং আমাদের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে মনোনিবেশ করি।”

ফের আন্তর্জাতিক স্তরে পদক জয় বলিউড অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত মাধবনের

শেহবাজ শরীফের দায়িত্ব নেওয়ার সাথে সাথে, নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির ব্যাপারে আশাবাদী। তবে নজর রাখা হচ্ছে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরের ঘটনাবলীর গতিপ্রকৃতির উপর।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version