Saturday, August 23, 2025

তাপপ্রবাহ চলছে গোটা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে । পাঁচটি  জেলায় এই তাপপ্রবাহ চলবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা । এমতাবস্থায় আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর । দফতর অধিকর্তা গনেশ কুমার দাস জানিয়েছেন বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চললেও কলকাতায় ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে ।

দেশের ব্যস্ততম মেট্রোপলিটন টাউনে হতে পারে কালবৈশাখী । এক দুদিনের মধ্যে না হলেও খুব তাড়াতাড়ি বৃষ্টিস্নাত হবে কল্লোলিনী কলকাতা। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের  বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র- বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচটি জেলা বাকুড়া, বীরভূম , পুরুলিয়া , পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায়ে  তাপপ্রবাহ চলছে। এই সব জেলায় তাপমাত্রা থাকবে মোটামুটি
৪২ থেকে ৪৩ ডিগ্রীর  কাছাকাছি  ।

তবে উত্তরবঙ্গের জন্য খবর সুখকর এখানকার প্রায় সব জেলাতেই বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার  গতিবেগ ঘণ্টায়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকবে বলে মনে করা হচ্ছে। আলিপুর এবং কোচবিহার জেলাতেও বইবে ঝোড়ো বাতাস ।

জানা গেছে আগামী বুধবার থেকে শনিবারের মধ্যে কলকাতায় কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরী হবে বলে নিশ্চিত আবহাওয়া দফতর কর্তারা। এছাড়া কালবৈশাখী মতোই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ , নদীয়া , বীরভূম , পূর্ব পশ্চিম মেদিনীপুরে । আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এই বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়তে।পারে দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলায় ।

আরও পড়ুন- মহিলাদের একাধিক প্রকল্প বিষয়ে জনসংযোগের লক্ষ্যে নয়া মহিলা সাংগঠনিক কমিটি তৃণমূলের

 

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version