Monday, May 5, 2025

জিতেন্দ্র গোষ্ঠীর বিরুদ্ধে উপনির্বাচনে টাকা নয়ছয়ের অভিযোগ আসানসোল আদি বিজেপির! তারপর ধুন্ধুমার

Date:

নিজেদের চরম ব্যর্থতার ধারাবাহিকতা রেখে রাজ্যে সদ্যসমাপ্ত দুটি উপনির্বাচনে শাসক দল তৃণমূলের কাছে গোহারা হেরেছে বিজেপি। প্রধান বিরোধী দল হয়েও বালিগঞ্জ বিধানসভায় শুধু তৃতীয় হওয়া নয়, জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপি প্রার্থীর। আর আসানসোল লোকসভায় রেকর্ড মার্জিনে হেরে মুখে কার্যত চুনকালি মাখতে হয়েছে গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের।

আর তার জেরেই গোষ্ঠীকোন্দল চরমে। জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি নেতা-কর্মীরা নিজেদের মধ্যে তুমুল বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। নির্বাচনের জন্য টাকা সঠিকভাবে বণ্টন হয়নি, এমন দাবি তুলে জেলা নেতৃত্বের কাছে রীতিমতো কৈফিয়ত চাইলেন স্থানীয় নেতারা।

নির্বাচনের জন্য যে টাকা এসেছিল, তা কাকে দেওয়া হয়েছে? টাকাগুলো নেতৃত্ব ঠিকভাবে খরচ করেছে, না পকেটে পুরেছে? একইসঙ্গে তাঁরা দাবি তুললেন, জেলা নেতৃত্ব থেকে অবিলম্বে তাড়ানো হোক ধান্দাবাজ বহিরাগতদের। নব্য দুর্নীতিবাজ নেতাদের সরিয়ে ফের সম্মানের সঙ্গে দায়িত্বে আনা হোক দলের পুরনো নিষ্ঠাবান নেতা-কর্মীদের।

বিক্ষুব্ধদের স্পষ্ট ইঙ্গিত দলবদলু জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর অনুগামীদের দিকে। যাঁরা আসানসোল সহ গোটা জেলার বিজেপিকে কার্যত কুক্ষিগত করেছেন। আদি বিজেপির অভিযোগ, একটা সময় বিজেপি কর্মীদের নানাভাবে হেনস্থা করতেন, এমনকী ধর্ষণের মামলাতেও ফাঁসিয়েছেন এই জিতেন তিওয়ারি। আর সেই লোকটাই এখন বিজেপির নেতাগিরি করে দলকে ডোবাচ্ছেন।

আরও পড়ুন- সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক নিয়ে বিতর্ক, তথ্য বিকৃতির অভিযোগ

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version