Saturday, August 23, 2025

IPL: করোনার কারণে সরিয়ে ফেলা হল দিল্লি ক‍্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম‍্যাচ

Date:

করোনার (Corona) কারণে সরিয়ে ফেলা হল বুধবারের দিল্লি ক‍্যাপিটালস ( Delhi Capitals) বনাম পাঞ্জাব কিংসের ম‍্যাচ (Punjab Kings)। পুণে এমসিএ থেকে এই ম‍্যাচ সরিয়ে আনা হচ্ছে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। মঙ্গলবার এমনটাই জানান হয় দিল্লির পক্ষ থেকে। দিল্লি দলে একাধিক সদস্যের করোনা হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত। মিচেল মার্শ-সহ চার জন করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি করানো হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে। একাধিক সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসায় মুম্বই থেকে পুণের উদ্দেশে রওনা দেয়নি দিল্লি ক্যাপিটালস। বুধবারের ম্যাচ সেই কারণে পুণে থেকে সরিয়ে আনা হল মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে।

এদিন দিল্লির পক্ষ থেকে  মিডিয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারতীয় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) মঙ্গলবার জানিয়েছে, ২০ এপ্রিল, ২০২২-এ দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের মধ্যে ৩২ নম্বর ম্যাচটি এমসিএ স্টেডিয়াম, পুনে থেকে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়েছে। যাতে একটি বদ্ধ পরিবেশে দূরপাল্লার বাস যাত্রার সময়ে আর কোনও এ রকম ঘটনা এড়ানো যায়।”

আগেই দিল্লির তরফে জানানো হয়েছে, মিচেল মার্শ করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের চিকিৎসকরাও তাঁর দিকে নজর রেখেছে। দিল্লি দলের আরও বেশ কিছু সদস্য করোনা আক্রান্ত বলে জানান হয়েছে। তবে তাঁদের কোনও উপসর্গ নেই।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version