Thursday, November 13, 2025

ফের যোগী রাজ্য: দলিত নাবালককে বাধ্য করা হল উচ্চবর্ণের পা চাটতে

Date:

করোনা অতিমারি যেখানে গোটা দেশের দুঃসময় চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মৃত্যুর কোনও জাতপাত হয় না। তবুও শিক্ষা নেয়নি দেশ। এখনও জাতপাতের লড়াই ভালমতো মাথাচাড়া দিয়ে উঠছে আধুনিক ভারতে। যে দেশে রাম রহিমের মধ্যে বিভেদ নীতি গ্রহণ করে ভোটব্যাংক ভরা হয় সে দেশে উচ্চবর্ণ বা নিম্নবর্ণের বিভেদকে জারিত করে রাখা লাভজনক তো বটেই। ফের লজ্জা জনক এক ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রায়বেরেলি। সেখানে এক দলিত সম্প্রদায়ের নাবালকের উপর অকথ্য অত্যাচার চালাল উচ্চবর্ণের কয়েকজন যুবক (Dalit)। তাঁকে মারধোর তো করা হলই সেই সঙ্গে একজনের পা চাটতেও বাধ্য করা হয়।  ঘটনার ২ মিনিট ৩০ সেকেন্ডের  ভিডিওটি  ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেছে প্রসাশন। ছিছিক্কার পড়ে গেছে গোটা নেট দুনিয়ায়। এই জঘন্যতম কাণ্ডে  গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ওই নাবালক (Uttar Pradesh- Dalit) দশম শ্রেণীর ছাত্র । ভিডিওতে দেখা গেছে কয়েকজন যুবক ওই কিশোরকে ঘিরে ধরে রয়েছে । তাঁকে কান ধরে মাটিতে বসিয়ে রাখা হয়েছে । ছেলেটির সঙ্গে রীতিমতো হুমকির সুরে কথা বলছে ওই যুবকদের দল। তাঁরা হাসছে এবং ওই নাবালক  কিশোর ভয় কাঁপছে। এরপর মোটর সাইকেলে বসে থেকে এক অভিযুক্তের পা চাটতে বলা হয় তাঁকে। মারধরের ভয় সেই নাবালক কিশোরটি তাই করে।

আরও পড়ুন: জঙ্গলমহলে মাওবাদী তৎপরতা, বাড়তি নিরাপত্তার আবেদন ৫ তৃণমূল নেতার

জানা গেছে, অভিযুক্ত যুবকেরা ঠাকুর সম্প্রদায়ভুক্ত। ঠাকুর সম্প্রদায় উত্তরপ্রদেশে উচ্চবর্ণের মধ্যে পড়ে কেন এই ঘটনা ঘটলো সেই প্রসঙ্গে জানা গেল  দলিত সম্প্রদায়ের ছেলেটির মা ওই  যুবকদের মধ্যে একজনের পারিবারিক জমিতে দিনমজুরের কাজ করে। মায়ের হয়ে ছেলেটি এসেছিল পারিশ্রমিক নিতে। এটাই ছিল তাঁর অপরাধ। সেই অপরাধেরই সাজা হল। অমানবিক অকথ্য অত্যাচারের শিকার হল ছেলেটি। ভিডিওটা ভাইরাল হওয়ার পর পুলিশ ব্যবস্থা গ্রহণ করে । ঘটনাটি ঘটেছে আগামী ১০ এপ্রিল ।নাবালকের অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশ একাধিক মামলা রুজু করেছে।



Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version