Monday, May 5, 2025

ফের ফিরতে চলেছে কি করোনা (Corona) ভাইরাসের দাপট? চতুর্থ ঢেউ কি আসন্ন? মাস খানেকের জন্য একটু স্বস্তি দিয়ে আবার স্বমহিমায় করোনার(corona) প্রত্যাবর্তন। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে এক লাফে অনেকটাই বাড়ল কোভিড(Covid) আক্রান্তের সংখ্যা।

রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা ঘোষণা করল নবান্ন
বিপন্ন রাজধানী, প্রতিদিন করোনা যেভাবে সক্রিয় হয়ে তাতে কার্যত দিশেহারা দিল্লি (delhi)। যদিও সে রাজ্যের সরকার বলছে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (health Ministry) রিপোর্ট উদ্বেগ বাড়াচ্ছে। অতি সংক্রামক XE ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২,০৬৭ জন। গতকাল সেই সংখ্যাটাই ছিল ১২০০-র কিছু বেশি। পরিসংখ্যান বলছে একলাফে সংক্রমণ বাড়ল প্রায় ৬৫%এর বেশি। দিল্লিতেই আক্রান্ত ৬৩২ জন। দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হল ১২ হাজার ৩৪০ জন। তবে দিল্লি নিয়ে দুশ্চিন্তা থাকলেও দেশে সুস্থতার হার কিছুটা আশাব্যঞ্জক তো বটেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৩ হাজার ২৪৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।

করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার একমাত্র উপায় ভ্যাকসিন নেওয়া। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৬ কোটি ৯০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version