ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী, বাবুলকে জেতানোর জন্য সংখ্যালঘুদের ধন্যবাদ মমতার

পার্ক সার্কাসের ইফতার পার্টিতে (Iftar Party) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার সন্ধ্যায় পাক সার্কাস (Park Circus) ময়দান এর কার্যত চাঁদের হাট বসে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য বাবুল সুপ্রিয় সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়না বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্র সহ একাধিক নেতা – নেত্রীরা।

আরও পড়ুন: হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, নির্দেশ হাইকোর্টের

করোনা মহামারীর কারণে গত দু’বছর বন্ধ ছিল ইফতার পার্টি। কিন্তু বর্তমানে করোনা কমতেই আবারো আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের (Iftar Party)। যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই সেজে উঠছিল পাক সার্কাস। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এবার তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয়। ওই কেন্দ্রে আগে জয় পেয়েছিলেন প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। এই কেন্দ্র থেকে বাবুলকে জিতিয়ে আনার জন্য এলাকার সংখ্যালঘু মানুষদের এদিন ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।