Monday, May 12, 2025

উপত্যকায় বড় সাফল্য: যৌথবাহিনীর অভিযানে উপ্ত্যকায় খতম লস্কর কমান্ডার ইউসুফ

Date:

উত্তপ্ত ভূস্বর্গের মাটিতে ফের একবার বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী(Security Person)। জম্মু-কাশ্মীরে(Jammu Kashmir) নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার(Laskar i Taiba) কমান্ডার মহম্মদ ইউসুফ দার ওরফে কান্ত্রু। বৃহস্পতিবার সকালে গোপন অভিযান চালায় যৌথ বাহিনী। আর সেই অভিযানেই মেলে সাফল্য।

জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, বদগাম জেলার সীমানাবর্তী পাহাড় ঘেরা এলাকায় একটি গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে গোপন অভিযান চালায় যৌথ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনা উপস্থিতি টের পেয়ে ও পিছু হটবার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনী প্রায় ১ ঘন্টা দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলার পর ইউসুফের। তার সঙ্গে আরও এক লস্কর জঙ্গি মারা গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এখনও একাধিক জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর। জারি রয়েছে গুলির লড়াই।

আরও পড়ুন:ধানতলাকাণ্ডে প্রথম-দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ নেই ধর্ষণ-খুনের

বিজয় বলেন, ‘‘ইউসুফের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষকে খুনের অন্তত ১৪টি মামলা রয়েছে।’’ এর মধ্যে রয়েছে গত মার্চে বদগামে এসপিও (স্পেশাল পুলিশ অফিসার) মহম্মদ ইশফাক দার এবং তাঁর ভাই ওমরকে খুনের ঘটনা। গত মাসেই মহম্মদ সামির মোল্লা নামে নিরাপত্তা বাহিনীর এক জওয়ান এবং তাগামুল মহিদিন নামে বদগামের এক গ্রামবাসীকেও ইউসুফ খুন করেন বলে অভিযোগ। এ ছাড়া গত বছর কাশ্মীর উপত্যকায় কয়েক জন পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনাতেও উঠে এসেছিল ওই লস্কর কমান্ডারের নাম।




Related articles

১২টায় ডিজিএমও পর্যায়ের বৈঠক, ভারতের দাবি নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী!

ভারত-পাক ডিজিএমও পর্যায়ের বৈঠকের আগেই তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হট লাইনে (hot...

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...
Exit mobile version