Sunday, August 24, 2025

Rishabh Pant: দিল্লি দলের কোচ-সহ একাধিক ক্রিকেটারের মুখে মাস্ক, কারণ জানালেন পন্থ

Date:

আইপিএলে (IPL) ফের করোনার( Corona) থাবা। আক্রান্ত দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) ক্রিকেটার-সহ একাধিক স্টাফ। করোনার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন মিচেল মার্শ। এরই মধ‍্যে বুধবার ম‍্যাচের আগে দিল্লির পক্ষ থেকে জানান হয় করোনায় আক্রান্ত আরেক ক্রিকেটার টিম সেইফার্ট। এরপরই দিল্লি বনাম পাঞ্জাব কিংসের ম‍্যাচের আগে করোনা পরীক্ষা করা হয় দলের ক্রিকেটারদের। শেষ পর্যন্ত বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় খেলা হবে বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার ম‍্যাচ চলাকালীন একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ডাগআউটে মাস্ক পরে রয়েছেন কোচ রিকি পন্টিং-সহ একাধিক ক্রিকেটার। এই নিয়ে ম্যাচ শেষে ঋষভ পন্থও জানালেন দলের মধ্যে একটা আতঙ্ক ছিল। আমরা প্রতি মুহূর্তে সর্তক থাকার চেষ্টা করছি।

পন্থ বলেন,” সকালে টিম সেইফার্ট করোনা আক্রান্ত জানার পর দলের মধ্যে জটিলতা তৈরি হয়। সকলের মধ্যে একটা চাপ ছিল, কী করব বুঝতে পারছিলাম না। আমরা আলোচনা করি এবং ঠিক করে নিই কোন বিষয়ের দিকে মনঃসংযোগ করব। আমরা ঠিক করি ম্যাচ নিয়েই ভাবব। এবং সর্তকতা অবলম্বন করব।”

এই মুহূর্তে দিল্লি দলে ছ’জন করোনা আক্রান্ত। প্রথমে মিচেল মার্শ এবং চার জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হন। তারপরই পুণে থেকে তাদের ম্যাচ সরিয়ে দেওয়া হয় মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। বুধবার ম্যাচের আগে টিম সেইফার্টও করোনা আক্রান্ত বলে জানান হয়। এরপরই পন্থদের পরবর্তী ম্যাচ সরিয়ে আনা হয়েছে পুণে থেকে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে সেই ম্যাচ। সেই ম‍্যাচে দিল্লির মুখোমুখি রাজস্থান রয়‍্যালস।

আরও পড়ুন:Pele: ফের হাসপাতালে ভর্তি পেলে

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version