আগামী ১১ মে থেকে ফোনে কল রেকর্ড (Call Recording) করার নিজস্ব সফটওয়ার না থাকলে বাইরের কোনও অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেকর্ড করা যাবে না কথোপকথন। বিধি নিষেধ চালু করতে চলেছে গুগল (Google)। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি। শাওমি, স্যামসং, ওয়ান প্লাস ও অপ্পোর মতো ফোনেই মিলবে কল রেকর্ডিংয়ের সুবিধা।

বেশ কিছুদিন ধরেই এই কল রেকর্ডিং (Call Recording App) অ্যাপ্লিকেশনগুলি নিয়ে আপত্তি শোনা যাচ্ছিল গুগলের (Google) তরফে। অ্যান্ড্রয়েডের দশম ভার্সনটি আসার পর গুগল কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয় যে গ্রাহকদের গোপনীয়তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই কল রেকর্ড করার এই ব্যবস্থা বন্ধ করে দিতে চায় তারা। তারপরেও এত দিন পর্যন্ত এপিআই (API) ব্যবস্থায় মাধ্যমে বাইরের কিছু অ্যাপ ব্যবহার করে ফোনের কথোপকথন রেকর্ড করা যাচ্ছিল। এপিআই- এর পুরো নাম হল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এপিআইকে মূলত এক ধরনের টুল রায়, যা একটি সফটওয়্যারকে আরেকটি আলাদা সফটওয়্যারের সঙ্গে কানেক্ট করতে এবং একই নিয়মে চলতে সাহায্য করে। এ বার সেই ব্যবস্থাটিও বন্ধ হয়ে যেতে চলেছে।

আরও পড়ুন: হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, নির্দেশ হাইকোর্টের

বিভিন্ন দেশে ফোনের কথোপকথন রেকর্ড করা আইনত নিষিদ্ধ। ফলে এই দেশগুলিতে বাইরে থেকে অ্যাপ ডাউনলোড করার গোটা বিষয়টি নিয়ে সম্প্রতি একাধিক আইনি জটিলতায় জড়িয়ে ছিল গুগল। এবার তার বন্ধ করতে চলেছে গুগল। তবে শাওমি, স্যামসং, ওয়ান প্লাস ও অপ্পোর মতো মোবাইল নির্মাতা সংস্থাগুলির নিজস্ব কল রেকর্ড করার ব্যবস্থা রয়েছে। তাই এই ফোনগুলিতে রেকর্ডিং বন্ধ হবে না।