Sunday, August 24, 2025

এবার মাওবাদীরা খেলবে তৃণমূল নেতাদের সঙ্গে: মাও পোস্টারে ঝাড়্গ্রামে চাঞ্চল্য

Date:

জঙ্গলমহলে মাওবাদীরা(Naxal) যে ফের সক্রিয় হয়ে উঠছে সে খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ঝাড়গ্রামে(Jhargram) পড়ল মাও পোস্টার। যেখানে মাওবাদীদের তরফে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, “এতদিন তৃণমূল(TMC) খেলেছে জনগনের সঙ্গে এবার মাওবাদীরা খেলবে তৃণমূল নেতাদের সঙ্গে।” মাওবাদীদের এহেন পোস্টারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় মাওবাদীদের পোস্টার নজরে এসেছে। যার বেশিরভাগই ছিল হুমকি পোস্টার। এরপর এদিনের পোস্টারে হুমকির পাশাপাশি আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করার দাবি তোলা হয় ওই পোস্টারে। বৃহস্পতিবার সকালের ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপার জানান, পোস্টার দেওয়ার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মাওবাদীদের তরফে নাশকতার আশঙ্কায় গোটা জঙ্গলমহল জুড়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার জানান, জঙ্গলমহলে নজরদারি বাড়ানো হয়েছে এবং নাকা তল্লাশি জারি রয়েছে। তারই মাঝে এই পোস্টার স্বাভাবিকভাবেই উদবেগের। যদিও ইতিমধ্যেই এই সমস্ত পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে পুলিশের তরফে।




Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version