Tuesday, August 26, 2025

সদস্য সংগ্রহ করতে ব্যর্থ প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। কংগ্রেস নেতৃত্ব একটি লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছিলেন। কিন্তু তার কাছাকাছিও পৌঁছতে পারল না। ফলে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্ব নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, অধীররঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ হারাতে চলেছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্য করে দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে কংগ্রেস (Congress)। সদস্য সংগ্রহের সময়সীমা ছিল ১৫ এপ্রিল। তা বেশ কিছু দিন আগেই পেরিয়ে গিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ বাদে বাকি সমস্ত রাজ্যে সবমিলিয়ে অন্তত ২০ লক্ষ মানুষ কংগ্রেসে যোগ দিয়েছেন। নির্দেশানুসারে, রাজ্যে যত বুথ রয়েছে তার অর্ধেক বুথে অন্তত ২৫ জন করে সদস্য সংগ্রহ করতে হবে। সেখানে পশ্চিমবঙ্গে বর্তমানে ৮০ হাজার বুথ রয়েছে। তার অর্ধেক বুথে কমপক্ষে ২৫ জন করে সদস্য কংগ্রেসে যোগদান করাতে হলে পশ্চিমবঙ্গে ১০ লক্ষ নতুন সদস্য হওয়া উচিত ছিল। বিধান ভবন সূত্রে খবর, বাংলাজুড়ে সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। তা অর্ধেকও হয়নি। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীরের থাকা নিয়ে দেখা গিয়েছে অনিশ্চয়তা। হাইকম্যান্ডের তরফে তিন মাসের সময় দেওয়া হয়েছে মুর্শিদাবাদের সাংসদকে (MP Adhir Ranjan Chowdhury)।

আরও পড়ুন: যোগীর প্রয়াগরাজ গণহত্যার সত্য অনুসন্ধানে রবিবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তৃণমূল

জানা যাচ্ছে, এমন পরিস্থিতিতে অধীরের সঙ্গে সোনিয়া ও রাহুল গান্ধী বৈঠকে বসেছিলেন। তাঁরা অধীরকে জিজ্ঞাসা করেন, দুটি পদ একসঙ্গে সামলাতে অসুবিধা হচ্ছে কিনা ? তাঁরা জানিয়ে দেন, সমস্যা হলে কোনও একটি দায়িত্ব স্বেচ্ছায় ছাড়তে পারেন। তবে আগামী তিন মাসের মধ্যে কংগ্রেস নেতৃত্ব দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করার কথা বলা হয়েছে।



Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version