Wednesday, November 12, 2025

থাকে ডাঙ্গায় কিন্তু গভীর জলের মাছ’  দেবলীনা সম্পর্কে বিতর্কিত মন্তব্য তথাগতর 

Date:

ইনস্টাগ্রামে(Instagram) প্রাক্তন স্ত্রী অভিনেত্রী দেবলীনা দত্ত( Deblina Dutta) সম্পর্কে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের( Tathagata Mukherjee) এমন একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে জল্পনার শুরু। তবে কি লোক দেখানো বন্ধুত্বের ইতি হল তথাগত ও দেবলীনার।

গতবছর নভেম্বর থেকেই আলাদা থাকা শুরু করেছিলেন তথাগত এবং দেবলিনা। টলিউডের এই দুই তারকা জুটি কোনও রাখঢাক রাখেননি নিজেদের নিয়ে স্পষ্টতই বলে দিয়েছিলেন তাঁদের সম্পর্ক সুখকর নয়। তাঁদের ঘর ভাঙ্গার খবরে বেশ শোরগোল পড়ে যায় নেট মহলে। যদিও আইনি বিচ্ছেদ এখনও হয়নি তাঁদের। তবে আলাদা থাকলেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন

পোস্ট দেখে বোঝা যেত তাঁদের বন্ধুত্বটা এখনও আছে । কিন্তু হঠাৎ-ই ইনস্টাগ্রামে নিজের ছবির একটি ক্যাপশন দেবলিনাকে ট্যাগ করলেন যে ক্যাপশনে রয়েছে বিতর্কের সুর। সেই মন্তব্যে মিষ্টি বিবাদের সুর খুঁজে পাচ্ছেন নেটনাগরিকরা ।

প্রাক্তন স্ত্রী দেবলিনার সঙ্গে একছাদের তলায় না থাকলেও বন্ধুত্বে ছেদ পড়েনি এতদিন । তাঁর জন্মদিনে সব রাগ-অভিমান ভুলে সোশ্যাল মিডিয়াতে তথাগত মধুরবচনে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই মন্তব্যর সাক্ষীও থেকেছেন নেটিজেনরা। জন্মদিনের শুভেচ্ছা বার্তার ক্যাপশনে তথাগত লিখেছিলেন, “জন্মদিন শুধু ভাল থাকুক নতুন- নতুন দেশে পাড়ি জারি থাকুক বাঁচার মানে থাকুক অনর্গল “। আরও লিখেছিলেন, “প্রতিটা জন্মদিন রঙিন হোক একইভাবে এইভাবে বন্ধুত্বের একটা মানে হোক।”

এতকিছুর পরে হঠাৎ কী এমন ঘটল যে প্রাক্তন স্ত্রী হয়ে গেলেন গভীর জলের মাছ। ছিল রুমাল হয়ে গেল বেড়াল গোছের হয়ে গেল বিষয়টা । রবিবার  তথাগত তাঁর নিজস্ব ইন্সটা গ্রামে একটি ছবি শেয়ার করলেন সেই ছবির ক্যাপশনে দেবলিনাকে ট্যাগ করে লিখলেন, “থাকে ডাঙ্গায় কিন্তু গভীর জলের মাছ ।”এমন মন্তব্যের পরেই বেশ

কৌতূহলী সবাই। যদিও কোন উত্তর বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেবলিনার পক্ষ থেকে ।

 

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version