মৃত্যু হল ময়নাগুড়ির সেই নির্যাতিতার, পরিবারের দাবি সিবিআই তদন্ত

বহু চেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না। শেষ পর্যন্ত প্রাণ হারাল ময়নাগুড়ির সেই নির্যাতিতা নাবালিকা। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই মৃত্যু হয় নাবালিকার।ময়নাগুড়ির ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের বাগান বাড়ি এলাকায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও পরে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে এই হুমকি দেওয়া হলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকাটি। অগ্নিদগ্ধ অবস্থায় নাবালিকাকে দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সেখানেই এই ‘কদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল নাবালিকা মেয়েটি। কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই ভোর সাড়ে পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে । যদিও পরিবারের অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ বা আশ্বাস না মেলা পর্যন্ত তারা সেই মৃতদেহ বাড়ি নিয়ে আসবেন না। প্রশাসনের তরফে এই দাবি মেনে নেওয়া হবে কী না তা জানা যায়নি।