Sunday, November 9, 2025

পিতৃহারা হিন্দু কন্যাকে পাত্রস্থ করে বাবার দায়িত্ব পালন করলেন মুসলিম চাচা 

Date:

করোনা ভাইরাস কেড়ে নিয়েছিল বাবাকে । তাকে পৃথিবীতে সম্পূর্ণ একা অসহায় করে রেখে দিয়েছিল। কাকার কাছে বড় হচ্ছিল মেয়েটি। কিন্তু বিবাহযোগ্যা কন্যাকে কাকাই বা কতদিন ধরে রাখবেন? অথচ ভাইঝিকে মনের মত করে সাজিয়ে বিয়ে দেওয়ার ক্ষমতা ছিল না। অগত্যা এগিয়ে এলেন প্রতিবেশী মুসলিম চাচা। ধূমধাম করে পিতৃহারা হিন্দু কন্যার বিয়ে দিয়ে পিতার কর্তব্য পালন করলেন চাচা। এই অভিনব ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। যোগী- রাজ্যে যেখানে ধর্মবিদ্বেষ, বর্ণবিদ্বেষ সাম্প্রদায়িক হানাহানি প্রতিনিয়ত লেগেই আছে সেখানে এই কাকা ভাইঝি যেন এক বিরল -স্বর্ণোজ্জ্বল উদাহরণ।

উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা হিন্দু তরুণী পূজা। বাবাকে হারানোর পর কাকা রাজেশ চৌরাশিয়ার কাছেই থাকতেন পূজা। মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে । কাকা ভাইঝির জন্য বিয়ের বন্দোবস্ত করেছেন। গত ২২ এপ্রিল বিয়ের দিন স্থির হয়েছিল। কিন্তু একটু জাকজমক করে, সুন্দরভাবে ভাইঝির বিয়ে দেওয়ার শখ সব কাকা পূরণ করতে পারছিলেন না। কারণ কাকার আর্থিক সঙ্গতি একেবারেই ছিল না । এই দুঃখে দিন -দিন কাকা মনমরা হয়ে পড়ছিলেন।

মুসলমান প্রতিবেশী পারভেজ চাচা ও তার স্ত্রী সব কথা শোনার পর নিজেরাই পূজার বিয়ের দায়িত্ব নেন । চাচার বাড়ির উঠোনে মণ্ডপ সাজানো হয়। পারভেজের স্ত্রী পূজাকে নিজের কাছে রেখে কনের সাজে সাজিয়ে বিয়ের সব ব্যবস্থা করেন । জামাই বরণ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন সবই অত্যন্ত সুন্দরভাবে করে পারভেজ ও তার স্ত্রী। শুধু তাই নয় বিয়েতে নবদম্পতিকে তারা সোনার অলঙ্কারও উপহার দিয়েছেন। দিয়েছেন দামি সুন্দর পোশাকও।

আর সোশ্যাল মিডিয়ার যুগে এমন একটি মন ভালো করা ঘটনা যে ভাইরাল হবে না তা কী হয় ? তাই সুদূর উত্তরপ্রদেশের আজমগড়ের ‘ছোট্ট ‘ একটি ঘটনা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশজুড়ে বিরাট আকার ধারণ করল। সকলেই ধন্য ধন্য করতে লাগলেন।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version