Wednesday, November 5, 2025

দক্ষিণবঙ্গের তীব্র দাবদাহ থেকে নিজেকে ও পরিবারকে কীভাবে রক্ষা করবেন? একগুচ্ছ পরামর্শ নবান্নের

Date:

গোটা দক্ষিণবঙ্গ(South Bengal) জুড়ে রেকর্ড গরমে নাজেহাল রাজ্যবাসী। তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা। এখনই বৃষ্টি(Rain) নিয়ে সুখবর শোনাতে পারছে না হাওয়া অফিস(Weather Department)। সুতরাং গরম থেকে এখনই রেহাই মিলছে না। তাপমাত্রার (Temperature) সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আর্দ্রতা। ঘরে-বাইরে বয়স্ক থেকে শিশু, শরীর অসুস্থ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা(Doctors)।

এই তীব্র দাবদাহ ও অসহ্য গরম থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন? রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীর সুরক্ষায় একটি তালিকা প্রকাশ করে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করে হয়েছে।

গরমে ভালো থাকতে রাজ্য সরকারের পক্ষ থেকে যে পরামর্শগুলি দেওয়া হয়েছে—

(১) জল পিপাসা না পেলেও সঙ্গে জল রাখুন। নির্দিষ্ট সময় অন্তর জলপান করুন।

(২) রোদে বেরোনোর সময় হালকা রঙের ঢিলেঢালা পোশাক পড়ুন।

(৩) মাথা সর্বদা টুপি বা তোয়ালে দিয়ে ঢেকে রাখা এবং ছাতা ব্যবহার করুন।

(৪) হালকা ও জলীয় অংশ বেশি আছে এই ধরণের খাবার বেশি করে খান।

(৫) যতটা সম্ভব বাইরের জল এড়িয়ে বাড়িতে তৈরি পানীয় জল ও লেবু জল খান।

(৬) স্থানীয় আবহাওয়া সতর্কবার্তার দিকে খেয়াল রাখুন।

(৭) অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

(৮) খুব প্রয়োজন না হলে বাইরে রোদে বেরোবেন না।

(৯) দুপুরের কড়া রোদে বেশি পরিশ্রমসাধ্য কাজ না করাই উচিত।

(১০) বেশি প্রোটিনযুক্ত ও মশলাদার খাবার এড়িয়ে চলুন।

এই নিয়মগুলি মেনে চলার পরও যদি কেউ কোনওভাবে হিটস্ট্রোকে আক্রান্ত হন তাহলে কী করণীয় সেই তালিকাও দেওয়া হয়েছে নবান্নের তরফে।

(১) আক্রান্ত ব্যক্তিকে ঘরের মধ্যে অপেক্ষাকৃত শীতল জায়গায় আনতে হবে।

(২) ভিজে শরীর দিয়ে সারা শরীর মুছিয়ে দিতে হবে।

(৩) সম্পূর্ণ জ্ঞান ফেরার পর লেবু-নুন-চিনির জল খাওয়াতে হবে।

(৪)অবস্থার উন্নতি না হলে ব্যক্তিকে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হবে।

Covaxin: ৬ – ১২ বছরের শিশুদের টিকায় ছাড়পত্র ডিসিজিআই-এর

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version