Thursday, November 13, 2025

কানু সান্যালের বাড়ি দখল মুক্ত করা-সহ উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

সিপিআইএমএল-এর প্রাক্তন সাধারণ সম্পাদক তথা নকশাল আন্দোলনের নেতা প্রয়াত কানু সান্যালের (Kanu Sanyal) বাড়ি দখলের অভিযোগ আগেই উঠেছিল। এবার প্রশাসনিক বৈঠকে সেই কথা তুলে পুলিশকে আইনি পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

পশ্চিমবঙ্গের (West Bengal) নকশাল আন্দোলনের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল উত্তরবঙ্গের নকশালবাড়ি। আর নকশাল আন্দোলন যাঁদের হাত ধরে গড়ে উঠেছিল তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কানু সান্যাল। জেল থেকে ছাড়া পাওয়ার পর ১৯৮৯ সাল থেকে  টিনের চালার ছোট্ট বাড়িতেই থাকতেন কানু সান্যাল (Kanu Sanyal)। একদিকে পার্টি অফিস ও অন্যদিকে এই বাড়ির একচিলতে ঘরই কার্যত আন্দোলনের সূতিকাগার। আর সেই স্মৃতি বিজড়িত বাড়ির পিছনের অংশ দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। কানু সান্যালের ভিটে দখল হওয়া প্রসঙ্গে এদিন প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘কানু সান্যাল অত্যন্ত সিনিয়র লোক। নকশাল আন্দোলনের নেতা ছিলেন। ওঁর আদর্শ আমি সমর্থন না করতে পারি। কিন্তু ওঁর বাড়ি কেন দখল হবে?’ এ বিষয়টি দেখার জন্য বৈঠকেই স্থানীয় পুলিশকে নির্দেশ দেন তিনি। যদি দখল হয়ে থাকে, তাহলে প্রয়োজনী আইনি পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শিলিগুড়ি (Siliguri) ও তৎসংলগ্ন অঞ্চলে বহুদিন ধরেই সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে নানা চক্রও কাজ করছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বারবার উষ্মা প্রকাশ করেছেন। এবার কানু সান্যালের বাড়ির প্রসঙ্গেও সেই একই বিষয় নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- দুর্নীতি-দুষ্কর্মে রং না দেখে কড়া পদক্ষেপ: দল-প্রশাসনকে একযোগে কড়া বার্তা মমতার

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version