Wednesday, August 27, 2025

পুলিশের গাফিলতিতে মুখ পুড়েছে সরকারের: রামপুরহাট-হাঁসখালি নিয়ে চরম ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

রামপুরহাটের (Rampuhat) বগটুইয়ের ঘটনা ঘটেছে পুলিশের গাফিলতিতে। এতে মুখ পুড়েছে রাজ্য সরকারের। বুধবার, নবান্নে জেলাগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠকে চরম ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বীরভূমের (Birbhum) পুলিশ সুপারকে এই বিষয় নিয়ে ভর্ৎসনা করেন তিনি।


মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের গাফিলতির দায় সরকার কেন নেবে? তিনি স্পষ্ট জানান, “বগটুইয়ের ঘটনার জন্য আমরা মর্মাহত, পুলিশের জন্য সরকারের মুখ পুড়েছে।“ হাঁসখালির ঘটনা কীভাবে ঘটল? খোঁজ রাখেননি আইসি। ডিএসপি যদি ঘটনাস্থলে যেতেন তাহলে রামপুরহাটের ঘটনা ঘটত না- মন্তব্য মমতার।

রামপুরহাটের মৃতদের পরিবারের একজনকে চাকরি ও অর্থ সাহায্য করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, এই সাহায্যকে অনেক ‘ঘুষ’ বলে কটাক্ষ করেছে। এর তীব্র প্রতিবাদ করে মুখমন্ত্রী বলেন, “এটা গোপনে দেওয়া হয়নি, যে এটাকে ‘ঘুষ’ বলে হবে। আমার থেকে চাকরি দিয়েছি।“ তিনি বলেন, উন্নাও-হাথরাসের মতো ঘটনায় পাশে দাঁড়ায়নি যোগী সরকার, কিন্তু বাংলা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে।

তবে, পুলিশের প্রতি সাফ বার্তা মুখ্যমন্ত্রীর- পুলিশের কাজের জন্য যেন সরকারকে অপদস্ত না হতে হয়। পুলিশকে অ্যাক্টিভ হতে হবে। চোখ, কান খোলা রেখে কাজের পরামর্শ দেন মমতা। বসে থেকে নয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের থানায় পরিদর্শন করতে হবে। শুধু গাড়ি করে ঘুরলে চলবে না, হাঁটতে হবে। এদিনের বৈঠক থেকে রাজ্যের পুলিশ-প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা নিতে নির্দেশ দেন মমতা।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version