Sunday, November 9, 2025

পুলিশের গাফিলতিতে মুখ পুড়েছে সরকারের: রামপুরহাট-হাঁসখালি নিয়ে চরম ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

রামপুরহাটের (Rampuhat) বগটুইয়ের ঘটনা ঘটেছে পুলিশের গাফিলতিতে। এতে মুখ পুড়েছে রাজ্য সরকারের। বুধবার, নবান্নে জেলাগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠকে চরম ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বীরভূমের (Birbhum) পুলিশ সুপারকে এই বিষয় নিয়ে ভর্ৎসনা করেন তিনি।


মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের গাফিলতির দায় সরকার কেন নেবে? তিনি স্পষ্ট জানান, “বগটুইয়ের ঘটনার জন্য আমরা মর্মাহত, পুলিশের জন্য সরকারের মুখ পুড়েছে।“ হাঁসখালির ঘটনা কীভাবে ঘটল? খোঁজ রাখেননি আইসি। ডিএসপি যদি ঘটনাস্থলে যেতেন তাহলে রামপুরহাটের ঘটনা ঘটত না- মন্তব্য মমতার।

রামপুরহাটের মৃতদের পরিবারের একজনকে চাকরি ও অর্থ সাহায্য করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, এই সাহায্যকে অনেক ‘ঘুষ’ বলে কটাক্ষ করেছে। এর তীব্র প্রতিবাদ করে মুখমন্ত্রী বলেন, “এটা গোপনে দেওয়া হয়নি, যে এটাকে ‘ঘুষ’ বলে হবে। আমার থেকে চাকরি দিয়েছি।“ তিনি বলেন, উন্নাও-হাথরাসের মতো ঘটনায় পাশে দাঁড়ায়নি যোগী সরকার, কিন্তু বাংলা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে।

তবে, পুলিশের প্রতি সাফ বার্তা মুখ্যমন্ত্রীর- পুলিশের কাজের জন্য যেন সরকারকে অপদস্ত না হতে হয়। পুলিশকে অ্যাক্টিভ হতে হবে। চোখ, কান খোলা রেখে কাজের পরামর্শ দেন মমতা। বসে থেকে নয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের থানায় পরিদর্শন করতে হবে। শুধু গাড়ি করে ঘুরলে চলবে না, হাঁটতে হবে। এদিনের বৈঠক থেকে রাজ্যের পুলিশ-প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা নিতে নির্দেশ দেন মমতা।

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version