এগিয়েছে গরমে ছুটি, সরকারি স্কুলে পরীক্ষা স্থগিত করল পর্ষদ-সংসদ

শনিবার, জয়েন্ট এন্ট্রান্স (JEE) পরীক্ষা। যে স্কুলগুলিতে সেন্টার পড়েছে সেগুলিতে স্যানিটাইজেশনের জন্য শুক্রবার থেকেই ছুটি ঘোষণা করা হয়েছে।

0
1

দীর্ঘদিন প্রায় বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ। তীব্র দহনে নাজেহাল মানুষ। এরমধ্যে ছোটদের স্কুল (School) যেতে যথেষ্ট কষ্ট হচ্ছে। একথা ভেবেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি দোসরা মে থেকে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো রাজ্যের সরকারি স্কুলগুলিতে ২ মে থেকে ১৫ জুন গরমের ছুটির নির্দেশিকা জারি হয়েছে। এর জেরে পরীক্ষা স্থগিত করল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম সামেটিভ এবং একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা (Practical Exams) আপাতত স্থগিত থাকবে বলে স্কুলগুলিকে বৃহস্পতিবার নির্দেশিকা পাঠানো হয়েছে।

শনিবার, জয়েন্ট এন্ট্রান্স (JEE) পরীক্ষা। যে স্কুলগুলিতে সেন্টার পড়েছে সেগুলিতে স্যানিটাইজেশনের জন্য শুক্রবার থেকেই ছুটি ঘোষণা করা হয়েছে।

কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে গরমের ছুটির সময়ে অফলাইন ক্লাস না হলেও, অনলাইন ক্লাস এবং পরীক্ষা চলতে পারে বলে জানিয়েছে উচ্চশিক্ষা দফতর।

আরও পড়ুন:ফের শিরোনামে আরিয়া, সঙ্গে সচিন: কী কাণ্ড ঘটালেন তাঁরা!