Thursday, August 21, 2025

অদ্ভুত যুক্তিতে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়কের, পাল্টা দিল তৃণমূল

Date:

নির্জলা এপ্রিলে প্রচণ্ড গরমে নাজেহাল রাজ্যবাসী। ঘটছে মৃত্যুর ঘটনাও। দক্ষিণবঙ্গের অনেক জেলায় তাপপ্রবাহেরও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোনওরকম ঝুঁকি না নিয়ে রাজ্যের স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ মে থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে।

কিন্তু উত্তরবঙ্গের স্কুলগুলিতে যাতে এখনই গ্রীষ্মের ছুটি দেওয়া না হয়, সেই ব্যাপারে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। একই সঙ্গে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতেও সরব হয়েছেন তিনি।
শিলিগুড়ির বিধায়কের অদ্ভুত যুক্তি, করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল-কলেজের পঠন-পাঠন। এবার গরমের ছুটি এগিয়ে আসলে ফের পড়াশুনায় ক্ষতির সম্মুখীন হবে পড়ুয়ারা।

শিক্ষার পাশাপাশি উত্তরবঙ্গের স্বাস্থ্যব্যবস্থার দিকেও আঙুল তোলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাঁর অভিযোগ, ‘রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল। কিন্তু তা কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পরিকাঠামোরও বিশেষ উন্নতি হয়নি।’ এই অভিযোগগুলি তুলেই ফের একবার পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি করেছেন শংকর ঘোষ।

শিলিগুড়ির বিধায়কের এমন অমূলক দাবির পাল্টা দিয়েছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শংকরের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, শান্ত উত্তরবঙ্গকে অশান্ত করার লক্ষ্যে বিজেপি বিধায়ক প্ররোচনামূলক মন্তব্য করছেন। কুণালের কথায়, ‘কোনও সরকারি সিদ্ধান্ত সামগ্রিকভাবে হয়। সেটা পৃথক কোনও জেলা বা মহকুমাভিত্তিক হতে পারে না। সরকারের চেয়ারে বসে বৈষম্য করা উচিত নয়। সে কারণেই দক্ষিণ এবং উত্তরবঙ্গে স্কুলগুলির ক্ষেত্রে আলাদা নিয়ম চালু করা সম্ভব নয়।’

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version