Sunday, November 9, 2025

অদ্ভুত যুক্তিতে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়কের, পাল্টা দিল তৃণমূল

Date:

নির্জলা এপ্রিলে প্রচণ্ড গরমে নাজেহাল রাজ্যবাসী। ঘটছে মৃত্যুর ঘটনাও। দক্ষিণবঙ্গের অনেক জেলায় তাপপ্রবাহেরও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোনওরকম ঝুঁকি না নিয়ে রাজ্যের স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ মে থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে।

কিন্তু উত্তরবঙ্গের স্কুলগুলিতে যাতে এখনই গ্রীষ্মের ছুটি দেওয়া না হয়, সেই ব্যাপারে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। একই সঙ্গে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতেও সরব হয়েছেন তিনি।
শিলিগুড়ির বিধায়কের অদ্ভুত যুক্তি, করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল-কলেজের পঠন-পাঠন। এবার গরমের ছুটি এগিয়ে আসলে ফের পড়াশুনায় ক্ষতির সম্মুখীন হবে পড়ুয়ারা।

শিক্ষার পাশাপাশি উত্তরবঙ্গের স্বাস্থ্যব্যবস্থার দিকেও আঙুল তোলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাঁর অভিযোগ, ‘রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল। কিন্তু তা কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পরিকাঠামোরও বিশেষ উন্নতি হয়নি।’ এই অভিযোগগুলি তুলেই ফের একবার পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি করেছেন শংকর ঘোষ।

শিলিগুড়ির বিধায়কের এমন অমূলক দাবির পাল্টা দিয়েছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শংকরের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, শান্ত উত্তরবঙ্গকে অশান্ত করার লক্ষ্যে বিজেপি বিধায়ক প্ররোচনামূলক মন্তব্য করছেন। কুণালের কথায়, ‘কোনও সরকারি সিদ্ধান্ত সামগ্রিকভাবে হয়। সেটা পৃথক কোনও জেলা বা মহকুমাভিত্তিক হতে পারে না। সরকারের চেয়ারে বসে বৈষম্য করা উচিত নয়। সে কারণেই দক্ষিণ এবং উত্তরবঙ্গে স্কুলগুলির ক্ষেত্রে আলাদা নিয়ম চালু করা সম্ভব নয়।’

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version