আরও ২-৩ দিন গরমে ঝলসাবে দক্ষিণবঙ্গ, জানালো হাওয়া অফিস

বিগত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জেলায় ঝড়(strom )বৃষ্টি এবং কালবৈশাখীর( Kalvaishakhi)  পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর( Meteorological Department)। কিন্ত কালবৈশাখী তো দুরস্থান ছিটে ফোঁটার বৃষ্টির দেখা মেলেনি। তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। চলছে তাপপ্রবাহ ঠিক এই সময় বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে আরো একবার হতাশ হলেন দক্ষিণবঙ্গের মানুষ। দফতর সূত্রের খবর  উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণের জেলাগুলো শুকনোই থাকবে। আগামী আরও ২, ৩ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। কিছু জেলায় অল্প স্বল্প, বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা দিতে পারে তা খুবই সামান্য। যদিও জানা গেছে ২ মে-র পর কলকাতায় বৃষ্টি হতে পারে। ওই সময় কলকাতার তাপমাত্রা ৩৪- ৩৬ ডিগ্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এখনই তাপপ্রবাহ থেকে মুক্তি পাবে না বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। আবহাওয়া অফিস জানাচ্ছে, পয়লা মে থেকে আকাশে মেঘের সঞ্চার হবে। ফলে ওই সময় থেকে বাতাসে আপেক্ষিক আদ্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। এই সময় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দফতরের অধিকর্তা গণেশ দাস জানালেন, আগামী ২-৪ মে বৃষ্টির সম্ভাবনা বেশি।  বিগত ২২ বছরে এই প্রথম এতগুলো দিন বৃষ্টিহীন কলকাতা। গত ২৮ ফেব্রুয়ারি কলকাতায় শেষ বৃষ্টি হয়েছে। এবার গোটা দেশেই বর্ষা স্বাভাবিক হবে বলে জানান তিনি।




Previous articleBangaon : এবার দুর্নীতিদমন শাখার জালে বনগাঁ দমকলের ওসি
Next articleগ্যাসের দাম ৩০০ টাকা কমানো উচিত: তোপ মমতার, ওড়ালেন দিল্লিতে মোদি-সাক্ষাতের জল্পনা