Sunday, November 2, 2025

শাহ সফরের আগে কেন্দ্রের ধমক খেয়ে লকেটকে পাশে নিলেন দিলীপ-সুকান্তরা

Date:

আগামী ৪ মে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। বাংলার বেশকিছু সরকারি কর্মসূচি সারার পাশাপাশি রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকও করবেন তিনি।

কিন্তু অমিত শাহ আসার আগেই বঙ্গ বিজেপির মুষল পর্ব কার্যত চূড়ান্ত সীমায় পৌঁছেছে। তাই শাহী সফরে দলীয় অন্তর্কলহের জন্য যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ড্যামেজ কন্ট্রোলে নেমেছে গেরুয়া শিবির। দিল্লির নির্দেশে আপাতত লবিবাজির মধ্যেও ঐক্যের ছবি ফুটিয়ে তুলতে তৎপর রাজ্য বিজেপি নেতৃত্ব।

রাজ্য নেতাদের ছোট ছোট গোষ্ঠীবাজিতে এখন জর্জরিত বিজেপি। যার প্রভাব পড়েছে জেলা থেকে ব্লকস্তরেও। তাই অমিত শাহের সফরের আগে অন্তত লোকদেখানো
“ঐক্যবদ্ধ” ছবি তুলে ধরতে দিল্লির নির্দেশে অনিচ্ছা সত্ত্বেও একে অপরের পাশে হাঁটলেন সুকান্ত-লকেট-দিলীপ। যদিও মিছিলে তাঁদের কারও বডি ল্যাঙ্গুয়েজ একেবারেই পজিটিভ ছিল না বা আত্মবিশ্বাসের ছাপ ছিল না চোখে-মুখে।

বঙ্গ বিজেপির “টুকরে টুকরে গ্যাং”-এর নেতৃত্বে একদিকে সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, শুভেন্দু অধিকারী-সহ নব্য ও তৎকাল বিজেপি, অন্যদিকে দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়-সহ পুরানো নেতা,কর্মীদের হয়ে ব্যাট ধরেছেন।
আবার দু’জনেই সুকান্ত লবির বিরোধী হলেও ব্যাক্তিগত সম্পর্ক একেবারেই ভাল নয় দিলীপ-লকেটের। কিন্তু সাধারণ কর্মী,সমর্থকদের ঐক্যের বার্তা দিতেই দিল্লির নেতৃত্বের নির্দেশে কার্যত ধমক খেয়ে দিলীপ ও লকেটকে সঙ্গে নিয়ে হুগলির মিছিলে হাঁটলেন সুকান্ত মজুমদাররা।

অন্যদিকে, রাজ্য রাজনীতি থেকে ”নিরুদ্দেশ” হয়ে যাওয়ার দীর্ঘদিন পর এবার নিজের লোকসভা কেন্দ্রে দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছে লকেটকে। বিভিন্ন ইস্যুতে রাজ্য বিজেপির ক্ষমতাসীন লবির বিরোধিতা করায়
লকেট চট্টোপাধ্যায়কে কার্যত একঘরে করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল বঙ্গ বিজেপির শাসক শিবিরের একাংশ। দলের বিভিন্ন কর্মসূচিতে ডাকা হচ্ছিল না হুগলির সাংসদকে। কিন্তু দলের ভাঙন রুখতে এবং নিচুতলার কর্মীদের সামনে ঐক্যের ছবি তুলে ধরতে দিল্লির ধমক খেয়ে লকেটকে পাশে নিয়ে হাঁটতে বাধ্য হলেন সুকান্ত-দিলীপরা।

আরও পড়ুন:প্রয়াগরাজকাণ্ড: মানবাধিকার কমিশনের মুখোমুখি তৃণমূল

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version