Thursday, August 21, 2025

ঋণ নেওয়ার নামে অপহরণ, ৪ লক্ষ মুক্তিপণ দাবি: ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৬ দুষ্কৃতী

Date:

ঋণ নেওয়ার নাম করে মগরাহাট( Magrahat) থেকে দুই যুবককে অপহরণ( Kidnapping) করে ছয় দুষ্কৃতী। তাঁদের পরিবারের কাছে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী দল। ২৪ ঘণ্টার মধ্যে মোবাইলের সূত্র ধরেই কলকাতা থেকে সেই  ছ’জন দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ।

পুলিশ সূত্রের খবর,  মগরাহাটের কামদেবপুর এলাকার বাসিন্দা  জিয়াউল পৈলানকে ঋণ নেবে বলে টোপ দিয়েছিল দুষ্কৃতীরা । জিয়াউল ঋণপ্রদানকারী সংস্থার কর্মী । ২৭ এপ্রিল, বুধবার সন্ধ্যায় মোটরবাইকের জন্য ঋণ নেওয়ার নাম করে জিয়াউলকে সার্ভে পার্ক এলাকায় ডাকে তারা। তখন বন্ধু রাকিবুলকে নিয়ে তাদের সঙ্গে দেখা করতে যান জিয়াউল । এরপরেই জিয়াউল এবং রাকিবুলকে বাইকে উঠিয়ে নেয় দুষ্কৃতকারীরা। জানা গেছে  কিছুক্ষণ পর পর মোবাইলের লোকেশনও বদল করেছিল যাতে পুলিশ তাদের অবস্থান বুঝতে না পারে। জিয়াউলদের আটকে রেখে পরিবারের কাছে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা। কিন্ত শেষরক্ষা হলনা।বৃহস্পতিবার অপহৃতদের পরিবার মগরাহাট থানায় অভিযোগ দায়ের করে। পুলিশি তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার হল ছয় অপহরণকারী ।

আরও পড়ুন:কেন্দ্রের বিরুদ্ধে সরব ‘বাগী’ অর্জুনকে দিল্লি তলব, বাংলার বঞ্চনা বুঝছেন বিজেপি সাংসদও: কুণাল

পরিবারের অভিযোগের ভিত্তিতে  ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে-র তত্ত্বাবধানে  গঠিত একটি তদন্তকারী দল   জিয়াউলের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং জানতে পারে  অপহরণকারীরা সার্ভে পার্ক থানা এলাকায় রয়েছে। এরপরেই যুদ্ধকালীন তৎপরতায় মগরাহাট থানার পুলিশ বাহিনী সেখানকার একটি হোটেল থেকে অপহৃতদের উদ্ধার করে। গ্রেফতার হয় ছয় দুষ্কৃতকারী ।

শুক্রবার ডায়মন্ড হারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন  ‘‘মগরাহাটের দুই যুবককে অপহরণের অভিযোগের ভিত্তিতে  কলকাতার সার্ভে পার্ক এলাকা থেকে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রোহন বর, রাজা দে, তনভির খান, প্রশান্ত চন্দ্র, রিয়াজ কাজি এবং তৌফিক লস্কর।’’




Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version