Saturday, August 23, 2025

ঋণ নেওয়ার নামে অপহরণ, ৪ লক্ষ মুক্তিপণ দাবি: ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৬ দুষ্কৃতী

Date:

ঋণ নেওয়ার নাম করে মগরাহাট( Magrahat) থেকে দুই যুবককে অপহরণ( Kidnapping) করে ছয় দুষ্কৃতী। তাঁদের পরিবারের কাছে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী দল। ২৪ ঘণ্টার মধ্যে মোবাইলের সূত্র ধরেই কলকাতা থেকে সেই  ছ’জন দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ।

পুলিশ সূত্রের খবর,  মগরাহাটের কামদেবপুর এলাকার বাসিন্দা  জিয়াউল পৈলানকে ঋণ নেবে বলে টোপ দিয়েছিল দুষ্কৃতীরা । জিয়াউল ঋণপ্রদানকারী সংস্থার কর্মী । ২৭ এপ্রিল, বুধবার সন্ধ্যায় মোটরবাইকের জন্য ঋণ নেওয়ার নাম করে জিয়াউলকে সার্ভে পার্ক এলাকায় ডাকে তারা। তখন বন্ধু রাকিবুলকে নিয়ে তাদের সঙ্গে দেখা করতে যান জিয়াউল । এরপরেই জিয়াউল এবং রাকিবুলকে বাইকে উঠিয়ে নেয় দুষ্কৃতকারীরা। জানা গেছে  কিছুক্ষণ পর পর মোবাইলের লোকেশনও বদল করেছিল যাতে পুলিশ তাদের অবস্থান বুঝতে না পারে। জিয়াউলদের আটকে রেখে পরিবারের কাছে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা। কিন্ত শেষরক্ষা হলনা।বৃহস্পতিবার অপহৃতদের পরিবার মগরাহাট থানায় অভিযোগ দায়ের করে। পুলিশি তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার হল ছয় অপহরণকারী ।

আরও পড়ুন:কেন্দ্রের বিরুদ্ধে সরব ‘বাগী’ অর্জুনকে দিল্লি তলব, বাংলার বঞ্চনা বুঝছেন বিজেপি সাংসদও: কুণাল

পরিবারের অভিযোগের ভিত্তিতে  ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে-র তত্ত্বাবধানে  গঠিত একটি তদন্তকারী দল   জিয়াউলের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং জানতে পারে  অপহরণকারীরা সার্ভে পার্ক থানা এলাকায় রয়েছে। এরপরেই যুদ্ধকালীন তৎপরতায় মগরাহাট থানার পুলিশ বাহিনী সেখানকার একটি হোটেল থেকে অপহৃতদের উদ্ধার করে। গ্রেফতার হয় ছয় দুষ্কৃতকারী ।

শুক্রবার ডায়মন্ড হারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন  ‘‘মগরাহাটের দুই যুবককে অপহরণের অভিযোগের ভিত্তিতে  কলকাতার সার্ভে পার্ক এলাকা থেকে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রোহন বর, রাজা দে, তনভির খান, প্রশান্ত চন্দ্র, রিয়াজ কাজি এবং তৌফিক লস্কর।’’




Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version