Sunday, November 9, 2025

মরশুমের প্রথম কালবৈশাখীতে বলি ৫, ব্যাহত একাধিক লাইনের ট্রেন চলাচল

Date:

প্রখর দাবদাহ থেকে স্বস্তি পেল রাজ্যবাসী। শনিবার মরশুমের প্রথম কালবৈশাখী ও ঝড়বৃষ্টিতে ভিজল কলকাতা -সহ গোটা রাজ্য। শনিবার সন্ধ্যের ঝড় এবং তারপর তুমুল বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে যায়। ফলে স্বস্তিতে রাজ্যবাসী। কিন্তু ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় একাধিক এলাকা। শনিবার বিকেলের বৃষ্টিতে মোট মৃত্যু হয়েছে ৫ জন। ব্যাহত হয়েছে একাধিক এলাকার রেল চলাচল।


আরও পড়ুন:রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার


কালবৈশাখীর তাণ্ডবে এখনও পর্যন্ত রাজ্যের মোট ৫ জন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে পুরুলিয়ায় ঝড়বৃষ্টিতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, খড়গপুরেও বৃষ্টি চলাকালীন লোহার তোরণ ভেঙে পড়ে এক বাইক আরোহী প্রাণ হারিয়েছেন বলে খবর।   পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বাজ পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া বাঁকুড়ার সোনামুখী, পুরুলিয়া এবং খড়গপুরেও এক জন করে প্রাণ হারিয়েছেন।  খড়গপুরের বিএসএনএলের টাওয়ার ভেঙে পড়ে ফলে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। এখনও সেখানে কাজ চলছে।

এছাড়াও কালবৈশাখী ও ঝড়ের উপদ্রবে শিয়ালদহের দক্ষিণ শাখার একাধিক শাখায় রেল চলাচল ব্যাহত হয়। যাদবপুর-ঢাকুরিয়ার মাঝে গাছ ভেঙে পড়ে বন্ধ থাকে ট্রেন চলাচল। এছাড়া আরামবাগের কাছে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় বিপত্তি। জানা গিয়েছে, সন্ধে সাড়ে ৬টা নাগাদ তারকেশ্বর-আরামবাগ লাইনে মায়াপুরের কাছে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হাওড়া-বর্ধমান লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে । হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেস ছাড়ার পর তিনবার দাঁড়িয়ে পড়ে।

শুধু তাই নয় আবহাওয়া খারাপ থাকায় কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়। দীর্ঘ সময় পেক্ষার পর বিমান অবতরণ করে।

Related articles

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...
Exit mobile version