Sunday, August 24, 2025

Santosh Trophy: সন্তোষ ট্রফির ফাইনালে কেরলকে মাত দিয়ে ট্রফি জিততে মরিয়া বাংলা

Date:

সোমবার রাতে সন্তোষ ট্রফির (Santosh Trophy) ফাইনালে খেলতে নামছে বাংলা (Bengal)। প্রতিপক্ষ আয়োজক কেরল (Keral)। মূলপর্বের গ্রুপে কেরলের কাছেই হেরেছিল রঞ্জন ভট্টাচার্য্যের দল। তাই ফাইনালের ম‍্যাচ যে বাংলার কাছে বদলার ম‍্যাচ হতে চলেছে, তা কোচ রঞ্জন ভট্টাচার্য্যের কথায় স্পষ্ট।

রবিবার বিকেলে জোরদার প্রস্তুতি সারে বাংলা দল। ধারেভারে অনেকটাই এগিয়ে কেরল। তাই তাদেরকে টেক্কা দিতে বিশেষ পরিকল্পনাও রয়েছে কোচ রঞ্জন ভট্টাচার্য্যের। তাই বাংলা দলকে নিয়ে  আলাদা পরিকল্পনা এবং অনুশীলনও চলে। ফাইনালের আগে কোনও ভাবেই চাপে থাকতে চাইছে না বাংলা। এমনটাই স্পষ্ট বাংলা কোচের গলায়।

সাংবাদিক সম্মেলনে রঞ্জন ভট্টাচার্য্য বলেন,” ফুটবল ম্যাচে চাপ থাকবেই। সন্তোষ ট্রফির ফাইনাল খেলা তো সহজ কথা নয়। তবে এতগুলি ম্যাচ হয়ে গিয়েছে। ঠাসা দর্শকের সামনে আমার ফুটবলাররা এতগুলো ম্যাচ খেলে ফেলেছে। তাই সেই চাপ এখন আর নেই। ফাইনাল সম্পূর্ণ আলাদা ম্যাচ। আর কোনও ম্যাচের সঙ্গেই এর তুলনা হবে না। এটুকু বলতে পারি, বাংলা ফাইনালে যথেষ্ট ভাল ফুটবল খেলবে। সুযোগ কাজে লাগাতে পারলে না জেতার কোনও কারণ নেই।”

দলে চোট আঘাত নিয়ে বাংলা কোচ বলেন,” পুরো বাংলা দল একেবারে ফিট এবং চনমনে রয়েছে।”

এদিকে কেরল ম‍্যাচের আগে বাংলার অধিনায়ক  মনোতোষ চাকলাদার গলায় প্রতিশোধের কথা। এই বাংলা অধিনায়ক বলেন, “আমাদের কোনও চাপ নেই ফাইনালের আগে। যদি এমনটা হয়, তাহলে কেরল দল চাপে থাকবে। আমরা অভিযান শুরুর আগে কেরলের কাছে পরাজিত হয়েছিলাম, তাই এই ম্যাচটাকে প্রতিশোধ হিসেবে ধরা হবে।”

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version