Friday, August 29, 2025

নিজের স্বার্থ চরিতার্থ করতে ঠিক কতটা নারকীয় প্রেক্ষাপট তৈরি করতে পারেন মানুষ, তার আরও এক প্রমাণ মিলল যোগী রাজ্যে। এবার শত্রুর সাথে বদলা নিতে স্ত্রীকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করল স্বামী। ফের উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ধর্ষণের(Rape) ঘটনা উঠে এল শিরোনামে।

অন্যকে ফাঁসাতে স্ত্রীকে (wife)চরম বিপদের মুখে ঠেলে দিতেও পিছপা হল না স্বামী(Husband) ।ঘটনা যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)রাজ্যের বুদাউনে। গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) একের পর এক ধর্ষণের ঘটনা উঠে আসছে শিরোনামে। তালিকায় যুক্ত হল আরও এক নিন্দনীয় ঘটনা।স্বামীর বন্ধুদের যৌন লালসার শিকার হলেন এক মহিলা। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে খবর নিজের শত্রুকে ফাঁসিয়ে বদলা নেওয়ার পরিকল্পনা করেন অভিযুক্ত ব্যক্তি। আর এই কাজকে সফল করতেই বেরিয়ে আসে তাঁর কদর্য রূপ।নিজের বিয়ে করা বউকে টোপ হিসেবে ব্যবহার করেন স্বামী ! সেই মতো গত রবিবার ২২ বছরের স্ত্রীকে বাইকে চাপিয়ে বুদাউনের সাসাওয়ান এলাকায় একটি জঙ্গলের ভিতর নিয়ে যায় তাঁর স্বামী। সেখানেই ডেকে পাঠান এক বন্ধুকে। জঙ্গলের ভিতর যে বন্ধুকে দিয়ে ধর্ষণ করাতে নিয়ে যাচ্ছে স্বামী তা ঘুণাক্ষরেও আন্দাজও করতে পারেননি ওই মহিলা। স্বামীর চোখের সামনেই এক নয় দু’ বার ধর্ষিতা হন ওই মহিলা।

Bihar:আজব কাণ্ড! ফুল মার্কস ১০০, পরীক্ষার্থী পেলেন ৫৫৫

পুলিশের তরফ থেকে জানা গেছে এরপর স্বামী নিজেই পুলিশের হেল্পলাইনে ফোন করে অভিযোগ করেন যে তাঁর স্ত্রীকে যৌন নির্যাতন করেছেন তাঁরই বন্ধুরা। এভাবেই প্ল্যান করে সবটা সাজিয়েছিলেন অভিযুক্ত। কিন্তু পুলিশের কাছে সত্যিটা তুলে ধরেন নির্যাতিতা ওই মহিলা।টিনি জানান, তাঁদের গ্রামের দুই যুবকের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে মতবিরোধ হয়েছিল তাঁর স্বামীর। তাঁদের শিক্ষা দিতেই ধর্ষণের অভিযোগে ফাঁসানোর চেষ্টা করেন অভিযুক্ত স্বামী।

পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তি এবং তাঁর বন্ধুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে আটক করা হয় স্বামীকে। কিন্তু ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বন্ধু। ঘটনার তদন্তে পুলিশ।




Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version