Thursday, August 21, 2025

রাজীব গান্ধীর বক্তব্যকে হাতিয়ার করে বার্লিন থেকে কংগ্রেসকে তোপ মোদির

Date:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর(Rajiv Gandhi) বক্তব্যকে হাতিয়ার করে জার্মানির মাটিতে দাঁড়িয়েও কংগ্রেসকে(Congress) আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি বললেন আগেই প্রধানমন্ত্রীদের আক্ষেপ করতে হতো সরকার এক টাকা দিলে মানুষের কাছে ১৫ পয়সা পৌঁছয় কিন্তু নতুন ভারতে আর কোন প্রধানমন্ত্রীকে এমন বলতে হয়না।

সম্প্রতি বিদেশ সফরে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্লিনে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নেন মোদি। সেখানে দাঁড়িয়েই মোদি বলেন, “রাজনৈতিক সদিচ্ছার দরুণ নতুন ভারতে প্রযুক্তির ব্যবহার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এখন আর কোনও প্রধানমন্ত্রীকে বলতে হবে না, তিনি ১ টাকা পাঠালে মাত্র ১৫ পয়সা সাধারণ মানুষের কাছে পৌঁছয়। আমি জানতে চাই, বাকি ৮৫ পয়সা কোন হাতের তালুতে চলে যেত?”

উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দেশের দুর্নীতির বিষয়টি তুলে ধরে আক্ষেপের সঙ্গে বলেছিলেন, “সরকার ১ টাকা খরচ করলেও, মানুষের কাছে পৌঁছায় মাত্র ১৫ পয়সা। দুর্নীতি দেশের ঘাড়ে চেপে বসে রয়েছে। দিল্লিতে বসে থেকে তৃণমূল স্তরের এই দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়।” তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সেই বক্তব্যকে হাতিয়ার করে এবার বার্লিনের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে তোপ দাগলেন মোদি। যদিও প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যের পাল্টা তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, “এভাবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করা কোনও প্রধানমন্ত্রীর উচিত নয়। উনি নিজের সরকারের ত্রুটি-বিচ্যুতি আড়াল করতে আগের সরকারের বদনাম করে চলেছেন এটা দেশের সুনামের জন্য কখনোই ভালো বিজ্ঞাপন হতে পারে না।”

আরও পড়ুন- অমিত শাহের বঙ্গ সফরকে কটাক্ষ কুণালের, ছাড়লেন না সুকান্তকেও

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version