Saturday, May 3, 2025

গো হত্যাকারী সন্দেহে ২ আদিবাসীকে পিটিয়ে খুন মধ্যপ্রদেশে, সরব তৃণমূল

Date:

গো হত্যাকারী সন্দেহে দুই আদিবাসীকে পিটিয়ে খুন করা হল বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে(Madhya Pradesh)। চুড়ান্ত অমানবিক এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সেওনি জেলায়। এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে তৃণমূল(TMC)। পাশাপাশি এহেন নৃশংসতার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে জবলপুর-নাগপুর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান কংগ্রেস(Congress) বিধায়ক অর্জুন সিং কাকোদিয়া(Arjun singh kakodia)।

পুলিশ সূত্রের খবর, এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার জড়িত ২০জন। এদের ১৪জনের বিরুদ্ধে পুলিশ ফৌজদারি আইনে মামলা রুজু করেছে। বাকি ছজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এসকে মারাভি এই জানিয়েছেন, ‘গরু চুরি করে হত্যা করা হয়েছে এই অভিযোগে ২০জন মানুষ তিন আদিবাসী সম্প্রদায়ের ওপর চডা়ও হয়ে তাদের পেটায়। খবর পেয়ে পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়। ঘটনায় একজনের আঘাত গুরুতর। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আপাতত তিনজন ধরা পড়েছে। বাকিরাও ধরা পড়বে। মৃত দুই আদিবাসীর বাড়ি থেকে মাংস উদ্ধার হয়েছে। পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে।’

আরও পড়ুন:গোয়ায় তৃণমূল পর্যবেক্ষকের দায়িত্বে এবার কীর্তি আজাদ

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও এই ঘটনার নিন্দায় সরব হয়েছে। তৃণমূলের তরফে টুইট করে লেখা হয়েছে, ‘আদিবাসী ও দলিতদের উপর অত্যাচার ক্রমাগত চরমে পৌঁছেছে! মোদীজির নজরে মানুষের জীবনের মূল্য কমে গেছে। এই সরকার কত নিচে নামবে? বিচার হবে কি? এটা কোল্ড ব্লাডেড মার্ডার, মি.নরেন্দ্রমোদি।’

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version