Sunday, August 24, 2025

ক্রমাগত সক্রিয় হচ্ছে নানা প্রতারণা চক্র আর যার শিকার হচ্ছেন একের পর এক। এবার প্রতারণার সঙ্গে নাম জড়াল বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের (Shreya Ghosal)। সূত্রের খবর, শ্রেয়া ঘোষালের (Shreya Ghosal) নামে ভুয়ো ই-মেল আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে কয়েক লক্ষ টাকা লোপাট করার অভিযোগ উঠল। ঘটনায় আঙুল উঠেছে ‘হিটমেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’(Hitmakers Production Private Limited) নামক মুম্বই ভিত্তিক এক সংস্থার বিরুদ্ধে। ঘটনায় নাম জড়িয়েছে কলকাতার (Kolkata) এক সঙ্গীতশিল্পীরও।

ঘটনার সূত্রপাত গত জানুয়ারিতে।জানা যায় বাংলাদেশের এক অনুষ্ঠানে শ্রেয়া ঘোষালকে (Shreya Ghosal) দিয়ে গান গাওয়ানোর প্রতিশ্রুতি দেয় ‘হিটমেকার্স প্রোডাকশন্স প্রাইভেট লিমিটেড’(Hitmakers Production Private Limited) নামে মুম্বইয়ের একটি সংস্থা। সেই সংস্থার বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে (Bangladesh Embassy)নাকি জানিয়েছিলেন কলকাতার শিল্পী চিরন্তন বন্দ্যোপাধ্যায়(Chirantan Banerjee)। তিনি বাংলার সঙ্গীত ও সিনেমা জগতে পরিচিত মুখ। ২০০৮ সালে একটি রিয়েলিটি শো (Reality Show) থেকে তাঁর উত্থান। এরপর একাধিক সিনেমা,সিরিয়ালে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন। দূতাবাসের হয়ে বাংলাদেশের একাধিক গানের অনুষ্ঠানেও যোগ দিয়েছেন তিনি। এদিকে শ্রেয়া ঘোষালের সঙ্গে অনুষ্ঠানের চুক্তির জন্য অগ্রিম আট লক্ষ টাকা পাঠানো হয় উক্ত সংস্থার ডিরেক্টর কৃষ্ণ শর্মার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপর শ্রেয়া ঘোষালের নামাঙ্কিত একটি ইমেল আইডি থেকে একটি মেল যায়। সেখানে শ্রেয়া নাকি ‘ধন্যবাদ’ জানিয়েছেন বলে দাবি বাংলাদেশ দূতাবাসের। সেই মতো সব আয়োজন করে রাখা হয়েছিল বলেই খবর। পরে অনুষ্ঠানের সময় যত এগিয়ে আসতে থাকে, শ্রেয়া ঘোষালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে বাংলাদেশ দূতাবাস বুঝতে পারে যে বিষয়টি পুরোটাই ভুয়ো।

ঈদের চাঁদ : মন্নতের বারান্দা থেকে শুভেচ্ছা বিনিময় শাহরুখের

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুলিশের প্রতারণা দমন শাখায় অভিযোগ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। ঘটনার পর চিরন্তন বন্দ্যোপাধ্যায়কে লালবাজারে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তিনি নিজেও মুম্বইয়ের এই সংস্থার প্রতারণার শিকার। তিনি উলটে অভিযোগের আঙুল তুলেছেন প্রসেনজিৎ চক্রবর্তী (Prosenjit Chakraborty)ওরফে প্রিন্স নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রিন্স আপাতত পলাতক। মামলাটি আপাতত কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। দুমাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।




Related articles

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...
Exit mobile version