Wednesday, August 27, 2025

জমি মাফিয়া হিসেবে অভিযুক্তদের তালিকায় সিপিআইএম নেতা জীবেশ সরকার!

Date:

শিলিগুড়িতে জমি মাফিয়া (Land Mafia) হিসেবে অভিযুক্তদের তালিকায় এবার নাম উঠল সিপিআইএমের (CPIM) দার্জিলিং (Darjeeling) জেলার সত্তরোর্ধ নেতা তথা দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকারের (Jibesh Sarkar)। শিলিগুড়ি শহরের ৩২ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ লিপিবদ্ধ করেন। তাতে তিনি এলাকায় জমি দখলে অভিযুক্তদের মদত দেওয়ার অভিযোগ করেন। সেই অভিযোগে অন্যদের সঙ্গে জীবেশের নাম রয়েছে।


আরও পড়ুন: ফের বদলে গেল অমিত শাহের বঙ্গ সফরের সূচি, বিভ্রান্ত বিজেপি রাজ্য নেতৃত্ব

বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। তবে, এক পুলিশ কর্তার কথায়, অভিযোগের ভিত্তি খতিয়ে না দেখে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে না।

আর যাঁর নামে এই অভিযোগ সেই জীবেশ সরকার কী বলছেন? তাঁর মতে, শিলিগুড়ির মানুষ জানেন তিনি কেমন লোক। এমনকি, তৃণমূল নেতারাও জানেন, তিনি কেমন মানুষ। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি শাসকদলের স্থানীয় নেতৃত্ব।


জীবেশ সরকার আগে সিপিআইএমের দার্জিলিং জেলা সম্পাদক ছিলেন। সম্প্র‍তি পদ থেকে তাঁকে সরানো হয়। তিনি রাজ্য সম্পাদকমণ্ডলিতে রয়েছেন।
পুলিশ অবশ্য লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ জনকে আটক করেছে। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে সিপিআইএমের এক প্রাক্তন কাউন্সিলরও রয়েছেন, যিনি জীবেশের ঘনিষ্ঠ বলে দাবি। এখন বর্ষীয়ান বামনেতাকে পুলিশ জেরা করে কি না সেটাই দেখার।

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version