ঘোড়ায় চড়ে বিয়ের অধিকার নেই দলিতদের! নামতে হল বরকে

ঘোড়ায় চেপে বিয়ে করার অধিকার নেই দলিতদের। কার্যত জোর করেই নামিয়ে দেওয়া হল বরকে। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোরা জেলায়। এই ঘটনা আরও একবার মধ্যযুগের বর্বরতার সাক্ষী হয়ে রইল।

পুলিশ সূত্রের খবর, বিক্রম কুমার নামের এক দলিত যুবক বিয়ে করতে যাওয়ার পথে আচমকাই সেখানে হাজির হন একদল মানুশ। বিক্রমের অভিযোগ একরকম জোর করেই তাঁকে নামিয়ে দেওয়া হয়। কারণ জিজ্ঞেস করলে একরকম মারমুখী হয়ে তারা বলেন, দলিতদের ঘোড়ায় চেপে বিয়ে করার অধিকার নেই। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করছেন বিক্রমের বাবা।


আরও পড়ুন:চিকেন শাওয়ারমা খেয়ে কেরলে মর্মান্তিক মৃত্যু কিশোরীর, অসুস্থ ৩০


বিক্রমের বাবার অভিযোগ, উত্তেজিত গ্রামবাসী হুমকি দিয়েছিলেন যদি বিক্রম ঘোড়া থেকে না নামেন, তাহলে তাঁকে খুন করা হবে। ঘটনায় অপমানিত হয়েছেন তাঁরা। তিনি এও জানিয়েছেন, ছেলের অপমানের যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে নিজেই প্রতিবাদ আন্দোলন শুরু করবেন তিনি।


যখন মানুষের মধ্যে জাতি-সম্প্রদায়-ধর্মের বিভেদ ঘোচাতে মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছে, তখনই বিজেপি শাসিত রাজ্যগুলি বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জাতি-ধর্ম-সম্প্রদায়ের ভেদাভেদি। দলিতদের নৃশংসভাবে ধর্ষণ, নয়তো হেনস্তা বা মারধর বারবার শিরোনামে উঠে আসছে সাম্প্রদায়িকতার বিষয়টি। এখান থেকেই স্পষ্ট বিজেপি শাসিত রাজ্যে শুধুই ভেদাভেদির রাজনীতি চলে।

Previous articleMCCI: একই মুদ্রার এপিঠ ওপিঠে ভারত- মার্কিন যুক্তরাষ্ট্র
Next articleকাশীপুরে যুবকের মৃত্যুতে CBI চাইলেন অমিত শাহ, শুভেন্দু প্রসঙ্গ টেনে কটাক্ষ কুণালের