Thursday, August 21, 2025

SSC: ২০ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করল রাজ্য

Date:

২০ হাজারের বেশি শূন্যপদে স্কুল সার্ভিস কমিশনের(School Service Commission) মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার(State Govt)। যেখানে মাধ্যমিক স্তরে ১৪ হাজার এবং একাদশ-দ্বাদশ স্তরে ৬ হাজারের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। ফলে ফের একবার বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যের স্কুলগুলিতে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই শিক্ষা নিয়োগের জন্য জেলা ভিত্তিক তালিকা তৈরি করা হয়েছে। মধ্য শিক্ষা পর্ষদের তৈরি করা ওই তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছে পাঠানো হয়েছে। কমিশন চূড়ান্ত ভাবে অনুমোদন করার পর তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যাপারে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন:মমতার সফরের আগে পশ্চিম মেদিনীপুরে সাংগঠনিক প্রস্তুতি সভা তৃণমূলের

উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভা এসএসসির চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ করে দিতে ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ছয় হাজারের বেশি শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৯ সালে শেষ হয়ে যাওয়া প্যানেলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মূলত নবম- দশম, একাদশ- দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি প্যানেলগুলির মেয়াদ ফুরিয়েছিল। গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আনুষ্ঠানিকভাবে তা জানান। এই পদগুলিতে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, সেই সম্পর্কিত তথ্য শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন জানাবে বলে সূত্রের খবর।




Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version