Wednesday, November 5, 2025

SSC: ২০ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করল রাজ্য

Date:

২০ হাজারের বেশি শূন্যপদে স্কুল সার্ভিস কমিশনের(School Service Commission) মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার(State Govt)। যেখানে মাধ্যমিক স্তরে ১৪ হাজার এবং একাদশ-দ্বাদশ স্তরে ৬ হাজারের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। ফলে ফের একবার বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যের স্কুলগুলিতে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই শিক্ষা নিয়োগের জন্য জেলা ভিত্তিক তালিকা তৈরি করা হয়েছে। মধ্য শিক্ষা পর্ষদের তৈরি করা ওই তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছে পাঠানো হয়েছে। কমিশন চূড়ান্ত ভাবে অনুমোদন করার পর তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যাপারে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন:মমতার সফরের আগে পশ্চিম মেদিনীপুরে সাংগঠনিক প্রস্তুতি সভা তৃণমূলের

উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভা এসএসসির চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ করে দিতে ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ছয় হাজারের বেশি শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৯ সালে শেষ হয়ে যাওয়া প্যানেলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মূলত নবম- দশম, একাদশ- দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি প্যানেলগুলির মেয়াদ ফুরিয়েছিল। গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আনুষ্ঠানিকভাবে তা জানান। এই পদগুলিতে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, সেই সম্পর্কিত তথ্য শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন জানাবে বলে সূত্রের খবর।




Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version