Sunday, May 4, 2025

SSC: ২০ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করল রাজ্য

Date:

২০ হাজারের বেশি শূন্যপদে স্কুল সার্ভিস কমিশনের(School Service Commission) মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার(State Govt)। যেখানে মাধ্যমিক স্তরে ১৪ হাজার এবং একাদশ-দ্বাদশ স্তরে ৬ হাজারের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। ফলে ফের একবার বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যের স্কুলগুলিতে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই শিক্ষা নিয়োগের জন্য জেলা ভিত্তিক তালিকা তৈরি করা হয়েছে। মধ্য শিক্ষা পর্ষদের তৈরি করা ওই তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছে পাঠানো হয়েছে। কমিশন চূড়ান্ত ভাবে অনুমোদন করার পর তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যাপারে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন:মমতার সফরের আগে পশ্চিম মেদিনীপুরে সাংগঠনিক প্রস্তুতি সভা তৃণমূলের

উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভা এসএসসির চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ করে দিতে ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ছয় হাজারের বেশি শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৯ সালে শেষ হয়ে যাওয়া প্যানেলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মূলত নবম- দশম, একাদশ- দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি প্যানেলগুলির মেয়াদ ফুরিয়েছিল। গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আনুষ্ঠানিকভাবে তা জানান। এই পদগুলিতে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, সেই সম্পর্কিত তথ্য শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন জানাবে বলে সূত্রের খবর।




Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version