Tuesday, August 12, 2025

রবীন্দ্রনাথের নোবেল নিয়ে বিতর্কিত মন্তব্য বিধায়কের: দল অনুমোদন দেয় না, বললেন কুণাল

Date:

রবীন্দ্র জয়ন্তীর সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। একটি ও অনুষ্ঠানে যোগ দিয়ে সিবিআই ও বিজেপিকে খোঁচা দিতে গিয়ে তৃণমূল বিধায়ক বলেন, ‘‘রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল। সেই কারণেই বাংলার ছেলেরা সেটি চুরি করে নিয়েছিল।’’ কিন্তু বিশ্ববরেণ্য কবিকে নিয়ে তাঁর এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য বিতর্ক দানা বেঁধেছে। তাঁর দল তৃণমূলও বিষয়টি ভালোভাবে নেয়নি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, “তিনি কী ভাবে বলেছেন তা জানা নেই। তবে এমন মন্তব্যকে দল অনুমোদন দেয় না। চটকদারি কথা বলতে গিয়ে তিনি তালগোল পাকিয়ে ফেলেছেন।”

প্রসঙ্গত, আজ।সোমবার ভাতারে তৃণমূলের তরফে পঁচিশে বৈশাখ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দেন স্থানীয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানও করেন তিনি। এর পরই বেফাঁস মন্তব্য করে ফেলেন।

১৮ বছর পেরিয়ে গেলেও এখনোও রবীন্দ্রনাথের নোবেল চুরির ঘটনার কোনই কিনারা করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই প্রসঙ্গ টেনে ভাতারের তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘‘সিবিআই-সিবিআই করে এখন বিজেপি লাফাচ্ছে। সিবিআই কিন্তু সেই চুরি যাওয়া নোবেল খুঁজে বার করতে পারেনি। আজ সেই চুরি যাওয়া নোবেল খুঁজে বার করার জন্য আবার বাংলার পুলিশকে লাগানো হচ্ছে। সিবিআইকে বলা হয়েছে সমস্ত তথ্য দিতে।”

আরও পড়ুন- রাষ্ট্রদ্রোহ আইন খতিয়ে দেখা হবে: শীর্ষ আদালতে হলফনামা কেন্দ্রের

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version