Thursday, August 21, 2025

শাহ সফরের পরই BSF-এর রাইফেল-কার্তুজ চুরি করে বাংলাদেশে চম্পট দুষ্কৃতীদের

Date:

সম্প্রতি, দু’দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তাঁর ঠাসা কর্মসূচির সিংহভাগ ছিল সরকারি। মূলত, BSF আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক ও ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন তিনি। সীমান্ত সমস্যা নিয়েও BSF আধিকারিকদের সঙ্গে আলোচনা হয় শাহের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের রেশ কাটতে না কাটতেই ঘোরতর বিপত্তি। এক BSF কনস্টেবলের ইনসাস রাইফেল ও গুলিভর্তি ম্যাগাজিন নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তের (Indo-bangladesh border) ঘোজাডাঙ্গায়। যার জেরে আজ, মঙ্গলবার ঘোজাডাঙ্গায়। ও বাংলাদেশের (Bangladesh) ভোমরার মধ্যে পণ্য চলাচল আপাতত বন্ধ করা হয়েছে বলে খবর। তদন্তে নেমেছে BSF ও স্থানীয় পুলিশ প্রশাসন।

সূত্রের খবর, ঘোজাডাঙ্গায়(Ghojadanga)সীমান্তে কর্তব্যরত ছিলেন BSF-এর ১৫৩ নম্বর ব্যাটালিয়নের এক মহিলা কনস্টেবল। ঘোজাডাঙ্গা সেতু থেকে কিছুটা দূরে একটি পার্কিংয়ে ডিউটি ছিল তাঁর। ভোররাতে তিনি কোনওকারণে তিনি ঘুমিয়ে পড়েন। আর সেই সুযোগেই তাঁর ইনসাস রাইফেল ও ২০ রাউন্ড গুলি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

বগটুই কাণ্ডে অভিযুক্ত দুই নাবালকের জামিন মামলায় রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

ঘুম ভাঙতেই ওই মহিলা কনস্টেবল দেখেন তাঁর রাইফেল নেই। কার্তুজও চুরি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন BSF আধিকারিকরা। বসিরহাট থানার পুলিশকেও খবর দেওয়া হয়। এরপর রাইফেল ও কার্তুজ খুঁজতে BSF ও পুলিশ সীমান্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে যৌথ তল্লাশি শুরু করে। কিন্তু আগ্নেয়াস্ত্রর কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ও BSF কর্তাদের অনুমান দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চম্পট দিয়েছে।



Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version