Sunday, August 24, 2025

বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ, নবান্নে আগামিকাল বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

এখনও নিয়ন্ত্রণে রাজ্যের কোভিড (COVID) পরিস্থিতি। কিন্তু বাড়ছে দৈনিক সংক্রমণ। এর জেরে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, বিকেল সাড়ে তিনটে নাগাদ রাজ্যের স্বাস্থ্যসচিব, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। নবান্ন (Nabanna) সূত্রে খবর, বৈঠকে ‘অশনি’ নিয়েও আলোচনা হতে পারে।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যাটা ছিল ২১। বিধি মেনে না চললে দেশে করোনার (Corona) চতুর্থ ঢেউ আছড়ে পরতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারের কথা বলছেন। পরিস্থিতি খতিয়ে দেখতেই বুধবার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। করোনাকালে রাজ্যের হাসপাতালে কোভিডের বেড ও ওয়ার্ড বাড়ানো হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হতে সেই বেডের সংখ্যা কমানো হয়। বর্তমানে কোভিড মোকাবিলায় রাজ্য সরকারি হাসপাতালগুলির অবস্থা কী, অক্সিজেন সরবরাহ কীভাবে করা হচ্ছে, করোনা পরীক্ষার হাল হকিকৎ কীরকম- স্বাস্থ্য আধিকারিকদের থেকে সেই কথা জানতে চাইতে পারেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আলোচনা হতে পারে টিকাকরণ নিয়েও।

একই সঙ্গে বঙ্গোপসাগরের উপর ঘণীভূত ঘূর্ণিঝড় ‘অশানি’ নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে। ইতিমধ্যেই কন্ট্রোলরুম খোলা থেকে শুরু করে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন- চৌকাঠ পেরোনোর অধিকার নেই দেশের ৪৪ শতাংশ মহিলার: দাবি কেন্দ্রের রিপোর্টে

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version