Tuesday, August 26, 2025

Corona Update: করোনা নিয়ে সুসংবাদ! কমল সংক্রমণ, মৃত্যু গ্রাফ নিম্নমুখী

Date:

মঙ্গলে মিলল মঙ্গলময় খবর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central health ministry) রিপোর্ট অনুযায়ী করোনা নিয়ে আপাতত কোনও অশনি সংকেত নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতে মহামারীর (Pandemic)আর কোনও ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা নেই। সে কথা যে সত্যি, দেশের নিম্নমুখী কোভিড (Covid 19) পরিসংখ্যানই তার প্রমাণ।

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে , গত ২৪ ঘণ্টায় করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ২২৮৮ জন। সোমবার সেই সংখ্যাটা ছিল ৩০০০ এরও বেশি। সপ্তাহের দ্বিতীয় ব্যস্ত দিন মঙ্গলবার দেশের করোনা (Corona)পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজারের বেশি। দেশের করোনা সংক্রমণ গ্রাফ বেশ নিম্নমুখী। সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে। এই মুহূর্তে তা ১৯ হাজার ৬৩৭। পজিটিভিটি রেট আগের থেকে কমে হয়েছে ০.৪৭ শতাংশ। একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা ১০।

দীর্ঘ সহবাসের পর নষ্ট করে দিতে চেয়েছিলেন সন্তানও!! বিতর্কে আমির খান

করোনাকে জয় করতে সবার আগে দরকার ভ্যাকসিন নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। কারণ দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলেও চিন (China)-সহ একাধিক দেশে এখনও যথেষ্ট উদ্বেগজনক পরিসংখ্যান। একদিনে চিনে প্রায় ৩৫০০ জন করোনায় আক্রান্ত, যার মধ্যে বেশিরভাগই উপসর্গহীন। তাই ভারত সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে টিকাকরণের কথা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের ১২ থেকে ১৪ বছর বয়সি ৩ কোটিরও বেশি নাগরিক ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন, যা বড়সড় সাফল্য বলেই মনে করছে কেন্দ্র। প্রবীণদের বুস্টার ডোজ এবং কমবয়সিদের প্রিকশন ডোজ দেওয়া হয়েছে। দেশে ৫ থেকে ১২ বছর বয়সিদেরও টিকাকরণ শুরু হবে। তবে তার দিনক্ষণ এখনও জানা যায়নি। এই মুহূর্তে করোনাকে জয় করার পথে ধাপে ধাপে এগোচ্ছে দেশ।



Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version