Sunday, August 24, 2025

স্বপ্ন শুধু দেখলে হয় না, তাঁকে সত্যি করার চেষ্টা করে যেতে হয়। আর তারপরেই আসে সাফল্য সম্মান, ঠিক এই কথাই প্রমাণ করলেন জলপাইগুড়ির ছেলে অভ্রদীপ ঘটক (Abhradeep Ghatak)। সিনেমা তৈরির নেশা তাঁর, প্রথম ছবিই পেয়ে গেল আন্তর্জাতিক সাফল্য। করোনা নিয়ে তৈরি জলপাইগুড়ির ছেলের ছবি চলল হলিউডে। বাংলার ছেলে অভ্রদীপের (Abhradeep Ghatak) তৈরি ছবি “নিষাদ” দেখানো হচ্ছে ‘লিফট অফ সেশন'(Lift of Sessions)। বিশ্বের দরবারে বাংলা ছবিকে এইভাবে তুলে ধরেছে ঘরের ছেলে, খুশির হাওয়া অভ্রদীপের পরিবার, আত্মীয় এমনকি বন্ধুদের মধ্যেও ।

‘অশনি’র জেরে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে চালু কন্ট্রোল রুম, অভিযোগ জানান হেল্পলাইন নম্বরে

শুধু ‘লিফট অফ সেশন’ই(Lift of Sessions)নয়, পাইন স্টুডিওতেও “নিষাদ” দেখানো হচ্ছে জানিয়েছেন অভ্রদীপ ঘটক (Abhradeep Ghatak)। জলপাইগুড়ির নৈসর্গিক সৌন্দর্যকে লেন্সবন্দি করে তার সঙ্গে সিনেম্যাটিক আর্ট কে একসাথে মিশিয়ে দিয়েছেন অভ্রদীপ। একদম নতুন মুখ নিয়ে আড়াই ঘণ্টার এই ফিচার ছবি এর আগে ফ্রান্স (France),বস্টন (Boston)এমনকি লন্ডনেও দেখানো হয়েছে এই ছবি। চলতি মাসে লিফট অফ গ্লোবাল ফিল্ম ফেস্টিভালে(Lift of global film festival)দ্বিতীয় স্থান অধিকার করে এই ছবি। করোনা এই ছবির মূল বিষয়। করোনা পরবর্তী পর্যায়ে যখন আনলক পর্ব শুরু হয়, তখন পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে পাহাড়ে। সেই সময়কার কিছু অসামাজিক কাজকর্ম,দুর্দশা সবটাই ফুটে উঠেছে ছবিতে। অভ্রদীপ ২০০৪ সাল থেকে ছবির সাথে পথ চলতে শুরু করেন। আই ফোন ব্যবহার করে ২০১৬ তে তিস্তাপাড়ের কাহিনী তুলে ধরেন। ২০২০ সালে ৮টি শর্ট ফিল্ম এবং বেশ কয়েকটি তথ্যচিত্রের কাজ করেন। জাতীয় স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক সম্মান, ইতিমধ্যেই তাঁর ঝুলিতে পুরস্কারের সংখ্যা ২৩। এই প্রথম পূর্ণ দৈর্ঘ্যের আদ্যোপান্ত বাংলা ছবি বানিয়েছেন তিনি আর সেই ছবির হলিউডি (Hollywood)স্বীকৃতিতে খুশি জলপাইগুড়ির স্টেশন রোড সংলগ্ন এলাকার বাসিন্দা অভ্রদীপ ঘটক।



Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version