Friday, May 9, 2025

কুতুব মিনারের নাম বিষ্ণু স্তম্ভ রাখার দাবিতে বিক্ষোভ হিন্দুত্ববাদীদের

Date:

ফের নাম বদলের হিড়িক! এবার কুতুব মিনার। দিল্লির কুতুব মিনারের নাম পরিবর্তন করে রাখতে হবে ‘বিষ্ণু স্তম্ভ’, এমনই দাবিতে মঙ্গলবার কুতুব মিনারের কাছে বিক্ষোভ দেখাল হিন্দুত্ববাদী সংগঠন মহাকাল মানবসেবা প্রোটেস্ট। বিক্ষোভে অংশ নেয় আরও কয়েকটি সংগঠন। সেখানে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

হিন্দুত্ববাদী সংগঠন মহাকাল মানবসেবা প্রোটেস্টের দাবি, কুতুব মিনারের নাম বদল করে রাখতে হবে ‘বিষ্ণু স্তম্ভ’। তাদের বক্তব্য, এই জায়গায় আগে ২৭ টি মন্দির ছিল। তার মধ্যে অন্যতম জৈন তীর্থঙ্কর ভগবান ঋষভ দেবের উপাসনাস্থল-সহ ভগবান বিষ্ণু, গণেশ, শিব, সূর্য, হনুমান, দেবী গৌরীর মন্দির। সম্প্রতি দিল্লি বিজেপি দাবি তোলে, রাজধানীর আকবর রোড, হুমায়ুন রোড, ঔরঙ্গজেব লেন, তুঘলক লেনের মতো সড়কের নাম বদলে দেওয়া হোক। উত্তর দিল্লির পুরসভার চেয়ারম্যানকে এক চিঠিতে এই দাবি জানিয়েছেন দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্ত। তাঁর দাবি, ওই সড়কগুলির নাম বদলে মহারানা প্রতাপ, গুরু গোবিন্দ সিং, মহর্ষি বাল্মিকী ও জেনারেল বিপিন রাওয়াতের নামে রাখা হোক। এরমধ্যে এবার কুতুব মিনারের নাম বদলে দেওয়ার দাবিও যুক্ত হল।

এর আগে কুতুব মিনারকে ঘিরে অন্য বিতর্কও হয়েছে। সেখানে অবস্থিত ২৭টি মন্দির আবার নতুন করে নির্মাণের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এমনই দাবি করতে দেখা গিয়েছে কট্টর হিন্দুত্ববাদী দলের জাতীয় মুখপাত্র বিনোদ বনসলকে। দ্বাদশ শতাব্দীতে নির্মিত কুতুব মিনার তৈরি করেছিলেন কুতুবুদ্দিন আইবক। এটিই বিশ্বের দীর্ঘতম মিনার যার দৈর্ঘ্য ৭২.৫ মিটার। এখানে রয়েছে ৩৭৯ টি ঘোরানো সিঁড়ি। ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এর অন্তর্গত এটি। কুতুব মিনার নিয়ে বিতর্ক কিন্তু আজকের নয়। এর আগেও দিল্লির সাকেত আদালতে দায়ের হয়েছিল তিনটি মামলা। তাতে ওই মন্দির পুনর্নির্মাণ করার আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেই তিন আর্জিই খারিজ করেছিল আদালত।

আরও পড়ুন- বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ, নবান্নে আগামিকাল বৈঠক মুখ্যমন্ত্রীর

Related articles

রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি! এসটিএফ-এর জালে ২ যুবক

পেহেলগাম জঙ্গি হামলার জেরে গোটা দেশে ব্যাপক সতর্কতা জারি। রাজ্যেরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী...

অপারেশন ‘সিন্দুর’- এর সেনাদের সম্মান জানাতে কর্ণাটকে মসজিদ-মন্দিরে একযোগে প্রার্থনা

পেহেলগাম হামলার পাল্টা জবাবে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর' সারা দেশ জুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে। ভারতীয় সেনাদের সাহসিকতায় দেশবাসীর...

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যার প্রতিশোধ ভারতই নিয়েছে: ব্যাখ্যা বিক্রমের

পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (JeM) হাতে নৃশংসভাবে খুন হন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ২০০২ সালের সেই ঘটনায়...

আইপিএল স্থগিত, ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের ফেরানোর ব্যবস্থা বোর্ডের

এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত হয়ে গিয়েছে। ঝুঁকি নিচ্ছে না বিসিসিআই(BCCI)। দেশিয়দের সঙ্গে বিদেশি ক্রিকেটারদেরও(Foreign Cricketers) দেশে ফেরানোর...
Exit mobile version