Sunday, August 24, 2025

মনরেগা তহবিলের অর্থ তছরুপের (Money embezzlement) অভিযোগে এবার ঝাড়খন্ডের আইএএস (Jharkhand IAS) পূজা সিঙ্ঘলকে (Pooja Singhal) গ্রেফতার করল ইডি(ED)। বুধবার তাঁকে দীর্ঘক্ষণ জেরা করার পর গ্রেফতার করা হয় বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED) সূত্রে খবর।

উল্লেখ্য মনরেগা প্রকল্পের অর্থ তছরুপ মামলায় (Money laundering case) গত ২০১২ সাল থেকেই তদন্ত চলছে। তবে এই মামলায় পূজা সিঙ্ঘলের নাম প্রকাশ্যে আসে সম্প্রতিই। মামলাটির তদন্ত করছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্ত চলাকালীন পূজার ১৫০কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তির সন্ধান পায় ইডি।এরপরই তল্লাশি অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ, পঞ্জাব, ঝাড়খণ্ড, দিল্লি-সহ দেশের ১৮টি জায়গা থেকে প্রায় নগদ ১৯ কোটি টাকা উদ্ধার করা হয় পূজা, তাঁর স্বামী অভিষেক ঝা এবং তাঁর চ্যাটার্ড অ্যাকাউন্ট্যোন্ট সুমন কুমারের বাড়ি থেকে। শুক্রবারই সুমনকে গ্রেফতার করেছিল ইডি। এরপর আজ বুধবার দীর্ঘক্ষণ জেরা করার পারি পূজাকেও গ্রেফতার করা হল।

উল্লেখ্য খুঁটি জেলায় মনরেগা প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগে ২০২০  মামলা শুরু হয়। ঝাড়খণ্ড সরকারের প্রাক্তন জুনিয়র ইঞ্জিনিয়ার রামবিনোদ প্রসাদ সিন্‌হাকে গ্রেফতার করা হলে তিনি জানান,এই জালিয়াতির পাঁচ শতাংশ সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে কমিশন হিসেবে দিতে হয়েছিল।এরপরই প্রকাশ্যে আসে খুঁটির তৎকালীন ডেপুটি কমিশনার ছিলেন পূজার নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুমন কুমারের বাড়ি এবং অফিসে থেকে নগদ ১৭ কোটি ৭৯ লক্ষ টাকা পায়। ইডির তরফে বলা হয়, বিভিন্ন জেলায় জেলাশাসকের পদে থাকাকালীন পূজা এবং তাঁর স্বামী অভিষেকের অ্যাকাউন্টে বেতন ছাড়াও প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা জমা পড়ে। অবশেষে আজ পূজাকে নিজেদের হেফাজতে নিল ইডি (ED)।



Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...
Exit mobile version