Tuesday, November 11, 2025

লখনউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে হেনস্থা ও হুমকি, অভিযুক্ত এবিভিপি

Date:

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-এর রোষের মুখে বিশ্ববিদ্যায়ের অধ্যাপক। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপককে হেনস্তা এবং হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে এবিভিপির বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে। এমনকী বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘দেশ কে গদ্দারোঁ কো…গোলি মারো…’। এরপরও চুপ গেরুয়া শিবির। অধ্যাপকের ঘরে ঢুকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি শাসকদল।




আরও পড়ুন:ভারতে গা ঢাকা শ্রীলঙ্কার রাজাপক্ষের পরিবারের? গুজব দাবি করে অস্বীকার ভারতীয় হাইকমিনের

বিতর্কের সূত্রপাত জ্ঞানবাপী মসজিদ এবং কাশী বিশ্বনাথ মন্দির নিয়ে। আর এই বিতর্কের মাঝেই একটি হিন্দি সংবাদমাধ্যম বিশ্ববিদ্যালয়ে বিতর্কসভার আয়োজন করেছিল। সেই বিতর্কে অংশ নিতে আমন্ত্রিত করা হয়েছিল লখনউ বিশ্ববিদ্যালয়ের  হিন্দির অধ্যাপক রবিকান্ত চন্দনকে। বিতর্কসভায় তিনি পট্টভী সীতারামাইয়ার ‘ফিদার্স অ্যান্ড স্টোন’ থেকে একটি গল্প উদ্ধৃত করে জ্ঞানবাপী মসজিদ এবং বিশ্বনাথ মন্দির নিয়ে যে বিতর্ক চলছে সেই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন। আর সেই ব্যাখা করতেই আপত্তি তোলে এবিভিপি-এর সদস্যরা। তাঁদের বক্তব্য হিন্দু দেবদেবীর ‘অপমান’ করেছেন ওই অধ্যাপক। এরপরই ওই অধ্যাপকের বিরুদ্ধে সরব হন এবিভিপির সদস্যরা। এমনকী অধ্যাপককে হেনস্তাও করেন এবিভিপি সদস্যরা।


এতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজেপি শাসিত রাজ্যে কখনও নারী নিগ্রহ তো কখনও অধ্যাপককে হেনস্তা। আর দলিতদের যেনতেন প্রক্রিয়ায় হেনস্তা তো আছেই। আর দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকলেও শাস্তি না পেয়ে রেহাই কী করে পেয়ে যান অভিযুক্তরা? বড় বড় ভাষণ দিয়ে যাঁরা বিজেপি শাসিত রাজ্যগুলিকে আইনশৃঙ্খলার ‘আইকন’ রাজ্য হিসেবে তুলে ধরেন, কোথায় গেলেন তাঁরা?

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version