Saturday, November 15, 2025

অনামিকায় আংটি, বাগদান সারলেন সোনাক্ষী! ইন্সটাগ্রাম পোস্টে জল্পনা

Date:

খুব শীঘ্রই নাকি জীবনে নতুন অধ্যায়ের(New Chapter)সূচনা করতে চলেছেন শত্রুঘ্ন পুত্রী সোনাক্ষী সিনহা(Sonakshi Sinha)। বলিউডের(Bollywood)গ্ল্যামারস এই অভিনেত্রীকে নিয়ে এমনই গুঞ্জনে মুখর বি-টাউন(B-Town)। সম্প্রতি শোনা যাচ্ছিল মনের মানুষ পেয়ে গেছেন তিনি। আবার হয়ত সানাইয়ের সুর বাজবে বি- টাউনে।এমনটাই ধারণা ছিল সবার। যদিও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শত্রুঘ্ন কন্যা।

সোনাক্ষীর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই এতো জল্পনা-কল্পনা। তাঁর ইনস্টা পেজে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন সোনাক্ষী। ছবিতে তাঁর অনামিকার আঙুলে থাকা আংটি নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল। অনেকেই ভাবতে শুরু করেছিলেন বোধহয় বাগদান পর্ব সেরেই ফেললেন শত্রুঘ্ন কন্যা। পোস্টে অবশ্য কিছুই স্পষ্ট করেননি তিনি। বরং লিখেছিলেন,’একটি স্বপ্ন সত্যি হতে চলেছে।’ খুব শীঘ্রই সুখবর দেবেন বলে আশ্বাসও দিয়েছিলেন।

সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সোনাক্ষী জানালেন, ব্যক্তিগত জীবনে কোনও নতুন অধ্যায় নয়। নেলপলিশের(NailPolish) ব্যবসা শুরু করতে চলেছেন তিনি। ব্র্যান্ডের নাম SOEZ।  তাঁর সেই নখের প্রসাধনী সামগ্রীর মডেলও সোনাক্ষী নিজেই। ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে সোনাক্ষী লেখেন, “আপনাদের অনেক ধন্দে রেখেছি। অনেক ইঙ্গিত দিয়েছিলাম। কোনওটাই মিথ্যে ছিল না। আমার জন্য এটা বড়দিন। কারণ, আমি নতুন ব্র্যান্ড SOEZ শুরু করছি। সুন্দর নখ পেতে সব মেয়ের একটাই ঠিকানা।”

বহুদিন ধরেই স্বপ্ন ছিল সোনাক্ষীর। অবশেষে সেই স্বপ্ন সত্যি হল তাঁর। পেশাগত ক্ষেত্রে এই নতুন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। অভিনেত্রীর এই নয়া উদ্যোগের জন্য শুভকামনায় ভরে গেছে তার ইন্সটাগ্রাম পেজ। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর শুভানুধ্যায়ী এবং অনুরাগীরা। পেশাগত ক্ষেত্রে নতুন পদক্ষেপের কথা জানার পর তাঁর বিয়ের জল্পনায় জল পড়ল এবং কিছুটা হতাশ হলেন অনুরাগীরা। যদিও নিজে বড়ই খুশি হয়েছেন বলিউডই অভিনেত্রী।




Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version