Saturday, May 17, 2025

তাজমহলের(Tajmahal) ২২টি বন্ধ ঘরে কী আছে? সেটা দেখতে অবিলম্বে দরজা খোলার নির্দেশ দেওয়া হোক- এই দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। বৃহস্পতিবার, শুনানিতে আবেদনকারীকে ভর্ৎসনা করে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ (Division Bench)৷ বলা হয়, সব বিষয় নিয়ে এভাবে জনস্বার্থ মামলাকে প্রহসনে পরিণত করবেন না৷ আগে বিষয় জেনে আসুন৷

বিজেপির (BJP) অযোধ্যা ইউনিটের মিডিয়া ইন-চার্জ রজনীশ সিং তাজমহলের বন্ধ ২২টি দরজা খোলার দাবি জানান৷ তাঁর দাবি, এরকম স্মৃতিসৌধের বন্ধ ঘরের রহস্য ভেদ হওয়া উচিত। সত্যানুসন্ধানে তাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হোক। বন্ধ ঘরগুলি সরেজমিনে খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করুক একটি বিশেষ কমিটি। সেই রিপোর্ট সবার সামনে প্রকাশ করা হোক৷ একই সঙ্গে রজনীশ সিং-এ দাবি, মন্দির বানানো তাঁর উদ্দেশ্য নয়৷ তিনি তাজমহলের সত্যিটা সকলকে জানতে।

এদিন, বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি সুভাষ বিদ্যার্থী মামলার শুনানিতে বিষয়টি জানতে চান। আবেদনকারী তাঁর যুক্তি আদালতে দেন। কিন্তু এই যুক্তি শুনে ক্ষুব্ধ হন বিচারপতিরা। ভর্ৎসনা তাঁরা বলেন, “এরপর তো দেখব, আপনি আমাদের চেম্বার দেখারও অনুমতি চাইছেন৷ নিরাপত্তার কারণে ঘরগুলি বন্ধ, এই কারণটা যথোপযুক্ত মনে না হলে আগে তাহলে রিসার্চ করুন৷ কিন্তু জনস্বার্থ মামলাকে প্রহসনে পরিণত করবেন না৷” এখন রজনীশ কী করেন সেটাই দেখার।



Related articles

বাগবাজারে নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার জ্বলন্ত দেহ! 

শনির সকালে বাগবাজারে (Bagbazar) একটি নির্মীয়মান বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির জ্বলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন,...

প্রথম না হয়েও দোহা ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রোতে নজির নীরজের

তিনি রেকর্ড গড়েন, আবার নিজের রেকর্ড নিজেই ভাঙেন। ভারতের 'সোনার ছেলে' দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League 2025)...

ছত্রপতি শিবাজী বিমানবন্দরে হামলার হুমকি! মুম্বইয়ে জারি সর্তকতা

বাণিজ্য নগরীতে নাশকতার ছক! শনিবার সকালে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport Mumbai) বোমা...

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর...
Exit mobile version